কানপুর, ৭ মার্চ: কানপুরের (Kanpur) চাকেরি বিমানবন্দরে (Chakeri Airport) আগুন (Fire) লেগে গেল কোস্ট গার্ডের ডর্নিয়ার ২২৮ বিমানে (Dornier 228 Aircraft)। অবতরণের পর আচমকা বিমানে আগুন লেগে যায়। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি কংক্রিটের কাঠামোতে ধাক্কা মারে। বিমানের ক্রুরা অক্ষত রয়েছেন। তাঁরা সঠিক সময়ে বেরিয়ে আসেন। ঘটনাটি দুই দিন আগে ঘটেছিল, তবে রবিবার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার (IAF) আধিকারিকরা ওই বিমানে ছিলেন। তাঁরা চেন্নাই থেকে এসেছেন কানপুরের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অফিসে। তাঁরা সময়মতো বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আরও পড়ুন: Ukraine Russia War: বুলেট ক্ষত নিয়ে অ্যাম্বুল্যান্সে চড়ে পোল্যান্ড সীমান্ত পেরোলেন হরজ্যোত সিং, দেখুন ভিডিও
দেখুন ভিডিও:
Coast Guard Dornier 228 skids off runway, catches fire during touchdown at #Kanpur airport. The crew managed to get out of the aircraft in time. pic.twitter.com/r3M8Pn2PZz
— @Rakesh (@Rakesh5_) March 7, 2022
চাকেরি বিমানবন্দরের ডিরেক্টর বি.কে. ঝা বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ডর্নিয়ারের বাম ইঞ্জিনে একটি সমস্যা তৈরি হয় এবং বিমানটি রানওয়ে থেকে সরে যায় এবং টারমাকের কাছে একটি কংক্রিটের কাঠামোতে ধাক্কা মেরে থেমে যায়।