পোল্যান্ড, ৭ মার্চ: বিদেশ মন্ত্রকের সহায়তায় দেশে ফিরছেন ইউক্রেনের রাজধানী কিভে গুলিবিদ্ধ ভারতীয় হরজ্যোত সিং। শুধু আহতই হননি, হরজ্যোত সিংয়ের (Harjot Singh) পাসপোর্ট হারিয়েছে। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন জেনারেল ভিকি সিং জানিয়েছিলেন, আহত হরজ্যোত সিংয়ের আজ দেশে ফিরিয়ে আনা হবে। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজ সকালে গুরুতর আহত হরজ্যোত সিংকে সড়ক পথে ইউক্রেন থেকে পোল্যান্ডে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরের বেশ কয়েকটি বুলেটের আঘাত রয়েছে।
"Harjot Singh, an Indian national who sustained bullet injuries in Kyiv and lost his passport, will return to India with us tomorrow," tweets Union Minister Gen (Retd) VK Singh#OperationGanga #RussiaUkraineCrisis pic.twitter.com/uKxDjZgf05
— ANI (@ANI) March 6, 2022
Harjot Singh, an Indian national who sustained multiple bullet injuries in Kyiv, Ukraine, en route to the Poland border, earlier today. pic.twitter.com/Xay2UoRRAO
— ANI (@ANI) March 7, 2022
#UPDATE Harjot Singh has crossed the border and entered Poland. Indian diplomats present with him. He has been shifted into an ambulance provided by Polish RedCross on the border: Puneet Singh Chandhok, president, Indian World Forum pic.twitter.com/E2p3dranED
— ANI (@ANI) March 7, 2022
এদিকে ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরামের তরফে পুনিত সিং চান্ধোক জানিয়েছেন, ইতিমধ্যে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত অতিক্রম করেছেন হরজ্যোত সিং। পোলিশ রেডক্রসের দেওয়া অ্যাম্বুল্যান্সে তাঁকে শিফট করানো হয়েছে।