Dog Riding A Horse: ঘোড়ার পিঠে চড়ে শহর ঘুরছে কুকুর! দেখুন ভাইরাল ভিডিও
Dog Riding A Horse (Photo: Twitter)

ইন্টারনেট (Internet) দারুন সব ভিডিওতে পরিপূর্ণ। তার মধ্যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়। অবশ্য়ই সেগুলি নেটিজেনদের মন কাড়ে। সেই রকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। এটি ঘোড়ার পিঠে কুকুরের চড়ার (Dog Riding A Horse) ভিডিও। টুইটারে শেয়ার করা ছোট ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি ঘোড়া অল্প গতিতে দৌড়চ্ছে রাস্তায়। তার পিঠে চড়ে রয়েছে একটি কুকুর। কুকুরটি ঘোড়ার পিঠে দাঁড়িয়েই রয়েছে। ঘোড়ার পিঠে চড়ে সে তো খুশিতে ডগমগ। ঘোড়াটি সারা শহর জুড়ে ঘুরে বেরিয়েছে কুকুরকে পিঠে চড়িয়ে। ট্রাফিকেও ঘোড়াটিকে একবার থামতে দেখা গিয়েছে ভিডিওতে।

ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। শেয়ার করার পর থেকে ভিডিওটি প্রায় ৪ লাখ ব্যবহারকারী দেখেছেন। ২০ হাজারের বেশি লাইক পেয়েছি এটি। আরও পড়ুন: Viral: দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন, রেললাইনের উপরে কী হল, দেখুন 'ভয়ঙ্কর' ভিডিয়ো

দেখুন ভিডিও:

একজন ব্যবহারকারী লিখেছেন, "আমি বুঝতে পারছি না এখানে কী ঘটছে? তবে আমি এটা আমার ভাল লেগেছে।" অন্য একজন বলেছেন, "আমার কেন জানি না মনে হচ্ছে এটা পিক্সার অ্যানিমেটেড সিনেমার প্লট?" অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “আমি স্যাডল দেখে সম্পূর্ণ বিস্মিত। খুব সুন্দর।"