ইন্দোর, ১৬ এপ্রিল: মধ্যপ্রদেশের ধর জেলার বাসিন্দার পরিবার ও প্রতিবেশীরা করোনা ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েছিল। কোভিডের দ্বিতীয় ঢেউতে গুজরাটে কাজ করতে যাওয়া সেই ব্যক্তি সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গুজরাটের হাসপাতাল থেকে তাঁর ডেথ সার্টিফিকেটও এসে পৌঁছয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানও হয়।
কিন্তু খাতায় কলমে মৃত্যুর দু বছর পর সেই ব্যক্তি এবার মধ্যপ্রদেশে তার বাড়ি ফিরলেন। সবাই তাঁকে দেখে তাজ্জব। আরও পড়ুন-এলিয়েনরা ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে? ভাইরাল ভিডিয়ো নিয়ে শোরগোল
দেখুন টুইট
Creating shock among his family members & neighbours, a resident of #MadhyaPradesh's Dhar district, declared dead of #Covid in a Gujarat hospital during 2nd wave of Covid in 2021 & his 'remains' cremated, has returned home.
Things would become clear after recording of person's… pic.twitter.com/hbXnTdrLJv
— IANS (@ians_india) April 16, 2023
তিনিও তার ছবিতে মালা দেখে অবাক। পুলিশ জানায়, ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে সবটা। তিনি গত দু বছর কোথায় ছিলেন, এর মধ্যে কাউকে কিছু জানাননি কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।