
লখনউ, ২ মে: গোটা দেশ জুড়ে ক্রমশ জোরাল থাবা বসাচ্ছে করোনা ভাইরাস (Corona)। মহারাষ্ট্র (Maharashtra), দিল্লি (Delhi), কর্ণাটকের পাশাপাশি উত্তরপ্রদেশ জুড়েও দাপিয়ে বেড়াচ্ছে এই মারণ ভাইরাস। করোনার দ্বিতীয় ঢেউয়র জেরে যখন মানুষের নাভিশ্বাস উঠছে, সেই সময় ফের প্রকাশ্যে এল মর্মান্তিক ছবি।
যেখানে হাসপাতালে (Hospital) প্রায় মৃতপ্রায় মাকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁর মেয়ে। মায়ের মুখে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশাসের মাধ্যমে ক্রমাগত মাকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁর মেয়ে। উত্তরপ্রদেশের (UP) বাহরিচের ওই ভিডিয়ো প্রকাশ্যে এলে, চোখে ঝল ধরে রাখতে পারেননি অনেকেই।
আরও পড়ুন: West Bengal Assembly Election Results 2021: 'খেলা হচ্ছে তো', ট্য়ুইট উচ্ছ্বসিত মিমির
#CoronaVirus: इन दिनों पूरा देश ऑक्सीजन की कमी से जूझ रहा है।ऑक्सीजन की कमी से मरने वालों की खबरें लगातार सामने आ रही हैं। बहराइच के एक अस्पताल में कोरोना संक्रमित महिला को जब ऑक्सीजन नहीं मिली तो लाचार बेटी ने मुंह से सांस देने का प्रयास किया। ये वीडियो काफ़ी वायरल हो रहा। pic.twitter.com/cODPxzT64o
— amit singh (@Join_AmitSingh) May 2, 2021
মারণ ভাইরাস যখন একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেই সময় মাকে বাঁচানোর যে কী আকূল আর্তি তাঁর মেয়ের, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চোখ ভরে ওঠে জলে।
প্রসঙ্গত এর আগে কখনও মৃতকে মোটরবাইকে বসিয়ে সৎকারর জন্য নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে আসে, আবার কখনও মুখ মুখ দিয়ে শ্বাস ভরে এক অসহায় স্ত্রী তাঁর স্বামীকে অহরহ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন বলে প্রকাশ্যে উঠে আসে ছবি। সবকিছু মিলিয়ে করোনা ভাইরাসের জেরে মানুষের অসহায়তার ছবি বার বার প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে সামাজিক মাধ্যম জুড়ে।