Food Items and COVID-19 Awareness: রেস্তোরাঁর মিলছে ফেসমাস্ক পরোটা-করোনা তরকারি, আবার কখনও করোনা পকোড়া; এভাবেই চলছে অভিনব অনুসন্ধান
রেস্তোরাঁর মিলছে ফেসমাস্ক পরোটা-করোনা তরকারি (Photo Credits: Twitter)

গত চার মাস গৃহবন্দী থেকে মানুষ নাজেহাল। বাইরে করোনার ভয়, ঘরের ভিতর একঘেঁয়েমি। তাই বাড়ি বসেই নিজের মত করে ভালো রাখার ও ভালো থাকার চেষ্টা করছে মানুষ। করোনায় ভারত বিপর্যস্ত। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমেরিকা ও ব্রাজিল। ভারতে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। দুশ্চিন্তার ভাঁজ কপালে। সকলেই মুখ চেয়ে আছে ওষুধ বা ভ্যাকসিনের। এরই মধ্যে ইমিউনিটি বাড়ানোর জন্য ভাবিজি পাঁপড় থেকে ইমিউনিটি সন্দেশ দেখেছে ভারত। কিন্তু এবার আরও অভিনব কিছু দেখল নেটিজেনরা।

বেশকিছুদিন ধরেই ইন্টারনেটে ভাইরাল মাস্ক পরোটা (Face Mask Paratha) ও করোনা তরকারি (Corona Curry)। যেই পরোটাটা দেখতে একদম মাস্কের মত। যোধপুরের এক রেস্তোরাঁয় তৈরি এই মাস্ক পরোটা ও করোনা তরকারি। করোনা তরকারিতে রয়েছে করোনার মতই দেখতে খাঁজকাটা পকোড়া। তবে খেতে গেলে ভয় পেলে চলবে না। এটা অনায়াসেই খেয়ে ফেলা যায়। করোনাকালে এই নতুন পদটি খেয়ে বেশ খুশি ক্রেতারা। আরও পড়ুন, করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিজেই জানালেন টুইটে

শুধু যোধপুর নয়। ভারতের মানচিত্রের একটু নিচের দিকে নামলে পাওয়া যাবে দক্ষিণের রাজ্যের একটি শহর মাদুরাই। সেখানে মাস্ক পরোটাই শুধু নয়। পাওয়া যাচ্ছে করোনা রাওয়া দোসা ও করোনা ভাজিয়াও। যা তাক লাগিয়েছে আম জনতাদের। এর আগে চোখ টেনেছে কলকাতার করোনা সন্দেশ। করোনা পকোড়াও হয়েছিল বেশ জনপ্রিয়। তবে কাপকেক বা কোনও ডেজার্ট কেন নয়? হয়তো খুব শীঘ্রই তাও যুক্ত হতে পারে রেস্তোরাঁর মেনু তালিকায়।