(Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ১০ নভেম্বর: রেলের কোনও প্রকল্প, কোনও নতুন ট্রেনসহ অন্য পরিষেবা উদ্বোধন করতে আমরা রেলমন্ত্রী বা সেই ডিভিশনের ম্যানেজারকে দেখি। এর খুব একটা অন্যথা হয় না। সবাই চায় উদ্বোধন তার হাত দিয়েই হোক। তবে একটু অন্যকিছু ভেবেছে সাউথ ওয়েস্টার্ন রেল (South western railway )। বেঙ্গালুরু সিটি (Bengaluru City) রেল স্টেশনে নতুন একটি এসকেলেটর (escalator) উদ্বোধন এক মহিলা নির্মাণকর্মী ( construction worker) ও তাঁর ১০ বছরের মেয়েকে দিয়ে করিয়েছে তারা। আর এই ঘটনা মন কেড়েছে দেশবাসীর। ১০ বছরের মেয়েটির ফিতে কাটার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা এনিয়ে জোর চর্চা চালাচ্ছে। দেশের মানসিকতা, ভাবনা যে বদলাচ্ছে এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছে তারা।

জানা যাচ্ছে, এসকেলেটরের উদ্বোধন স্থানীয় সাংসদের করার কথা ছিল। কোনও কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপরই সাউথ ওয়েস্টার্ন রেল স্টেশনেরই এক নির্মাণকর্মী এবং তাঁর ১০ বছরের মেয়েকে দিয়ে এসকেলেটর উদ্বোধন করানোর সিদ্ধান্ত নেয়। সমর হালারঙ্কার (Samar Halarnkar) নামে এক সাংবাদিক টুইটারে সেই ছবি শেয়ার করেছেন। টুইটে তিনি লিখেছেন, "সাংসদের দ্বারা নতুন এসকেলেটর উদ্বোধন বাতিল হওয়ার পরে বেঙ্গালুরু দক্ষিণ-পশ্চিমাঞ্চল রেলওয়ে ১০ বছরের এই মেয়েটি এবং তাঁর মাকে দিয়ে ফিতে কাটায়।" সমরের পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটি একটি কুর্তা পরে হাসতে হাসতে ফিতে কাটছে। পাশে তার মা দাঁড়িয়ে আছেন। যিনিও বেশ খুশি। দ্বিতীয় ছবিতে রয়েছে নতুন এসকেলেটর। আরও পড়ুন: একেই বলে মশা মারতে কামান দাগা, আরশোলা মারতে গিয়ে ৩টি গাড়িতে আগুন লাগালেন ব্যক্তি: ভিডিও

যে সকলের শ্রমের পর এই এসকেলেটরটি তৈরি হয়েছে, সেই শ্রমিকদের মধ্য থেকেই কাউকে গিয়ে এটির উদ্বোধন সত্যিই সাধুবাত পাওয়ার দাবিদার। যদিও এই ভাবনার পিছনে কার মাথা রয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।