রায়বারেলি: সংশোধনাগারের নিরাপত্তার দায়িত্বে ছিল। তা পালন করার বদলে আচমকা সংশোধনাগারের (Prison) বাইরে তুমুল মারামারিতে (fight) জড়িয়ে পড়লেন কয়েকজন পুলিশ কনস্টেবল (Polic Constable)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বারেলি জেলা সংশোধনাগার (Raebareli District Jail)। পরে ঘটনাস্থলের ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (Social media) ভাইরাল (viral) হতেই আইনের রক্ষকদের এই কাণ্ড দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
৪০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রায়বারেলি জেলা সংশোধনাগারের বাইরে পাঁচজন কনস্টেবল মিলে তাঁদের একজন সহকর্মীকে (Colleagues) বেধড়ক মারধর (Brutally Beaten) করছেন।
সূত্রের খবর, আক্রান্ত ওই কনস্টেবলের নাম মুকেশ দুবে (Mukesh Dubey)। কিছু বিষয়ে নিয়ে পাঁচ সহকর্মীর সঙ্গে ঝগড়া হওয়ার জেরে তাঁরা মুকেশকে রায়বারেলি সংশোধনারের সামনে মারধর করেন। পরে ঘটনাটি জানাজানি হওয়ার পর এই বিষয়ে একটি মামলা দায়ের ওই পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড (Suspended) করা হয়েছে। আর জখম মুকেশ দুবে বর্তমানে রায়বারেলি জেলা হাসপাতালে (Raebareli District hospital) চিকিৎসাধীন রয়েছেন।
দেখুন ভিডিয়ো:
Disturbing video of a jail warder being flogged and beaten by his colleagues outside district prison in UP's Raibareli has surfaced. pic.twitter.com/Q3OPYpUBpd
— Piyush Rai (@Benarasiyaa) December 27, 2022