মস্কো দাবা ওপেনে রোবটের সঙ্গে খেলতে মত্ত ছিল সাত বছরের এক খুদে দাবাড়ু। দাবার সব চাল রপ্ত করা ফেলানো রোবটকে হারাতে পারলে পরের রাউন্ডে ওঠার সুযোগ ছিল সেই খুদের। কিন্তু প্রযুক্তি কোনো কোনো সময় অভিশাপ হয়ে উঠতে পারে। উঠলও, তবে একেবারে অপ্রত্যাশিতভাবে। গত মঙ্গলবার রাশিয়ায় মস্কো দাবা ওপেনের মাঝে দাবাড়ু রোবটের বিরুদ্ধে খেলতে গিয়ে মহাবিপদে পড়ে এক খুদে। সে দাবায় চাল দেওয়ার পর স্বভাবশত হাতটা দাবার বোর্ডে রেখে দেয়।

কিন্তু রোবট তো রোবটই। সে দাবার গুটির সঙ্গে জোরে সেই খুদে দাবাডু়র আঙুলটা তুলে নেয়। যন্ত্রণায় আতর্নাদ করে ওঠে সেই খুদে দাবাড়ু। তারপরই আশপাশে সবাই এসে কোনোরকমে তাকে বাঁচায়।  আরও পড়ুন-চেপে রয়েছেন চালক, ওই অবস্থাতেই স্কুটি ক্রেনে করে তুলল ট্র্য়াফিক পুলিশ; দেখুন ভিডিও

দেখুন ভাইরাল ভিডিও

সাত বছরের ছেলেটির আঙুল ভেঙে যায়। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করতে হয়। আশেপাশের কেউ ছুটে না এলে আরও বড় ক্ষতি হতে পারত।