চিকেন বিরিয়ানিতে মাংসের টুকরো নিয়ে বিয়েবাড়ি তুলকালাম। উত্তর প্রদেশের বারেলির এক বিয়েবাড়িতে সামান্য চিকেন লেগ পিস-কে কেন্দ্র করে বরযাত্রী ও কনেপক্ষর মধ্যে মারামারি লেগে গেল। চিকেন বিরিয়ানিতে লেগ পিস তাদের দেওয়া হচ্ছে না, অথচ বরযাত্রীরা সব চেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এই অভিযোগে প্রথমে বিয়েবাড়ির আমন্ত্রিতরা সরব হন। এরপর কনেপক্ষর কয়েকজন সেই দাবিতে সম্মতি দিলে বরযাত্রীরা রেগে যান। তারপরই শুরু হয় মারামারি। একে অপরকে বিয়েবাড়ির চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করেন। কয়েকজন আপত্তিকর শব্দও বলতে শোনা যায়।
কনেপক্ষর হাতে মার খেয়ে বরপক্ষের সদস্যরা বিয়েবাতিল করার কথা বলেন। তবে মাথা ঠান্ডা হলে দু পক্ষের সম্মতিতে রীতিমেনে বিয়ে শেষ হয়। নতুন করে আনানো হয় চিকেন বিরিয়ানির হাঁড়িও। বিয়েবাড়িতে আমন্ত্রিতদের দাবি, বিরিয়ানিতে চিকেন লেগপিসগুলো সব বেছে বেছে বরযাত্রীদের দেওয়া হচ্ছিল। এতে তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু তারা মেনে নিতে চেয়েছিল সবটাই, কিন্তু বরপক্ষের কয়েকজন এটা নিয়ে আপত্তিকর কথা বললে বিবাদ শুরু হয়।
দেখুন ভিডিয়ো
A commotion broke out at wedding in Bareilly, Uttar Pradesh when a chicken leg piece.
Missing chicken leg pieces led to a severe beating of both the bridegroom and the baraatis.#Bareilly #UttarPradesh #Wedding #BizzareNews pic.twitter.com/6U3v4MXFIE
— IndiaToday (@IndiaToday) June 24, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বারেলির সেই বিয়েবাড়ির হেঁশেলে কয়েকজন মারামারি করছেন। আর বিরিয়ানির হাঁড়ি সবটা সাক্ষী হয়ে যেন তাকিয়ে দেখছে। মারামারির অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল প্লাস্টিকের চেয়ারগুলো। চিকেন লেগপিসগুলো মরিয়া প্রমাণ করল তারা সাতপাকে বাঁধার মাঝে বিবাদের কাটা হয়ে দাঁড়িয়েছে। এই খবর শুনে অনেকেই বলতে পারেন, সত্য বিরিয়ানি, কী বিচিত্র এ পদ।