Viral Handwritten Resignation Letter: চিফ ফিনান্সিয়াল অফিসার নোটবুকের পৃষ্ঠায় হাতে লিখে পদত্যাগপত্র দিলেন, দেখুন
Viral Handwritten Resignation Letter (Photo Credit: X)

মুম্বই: সময় বদলেছে, মানুষের জীবনধারার অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এমন এমন কিছু জিনসে এমন সব পরিবর্তন এসেছে যে ভাবলে অবাক লাগে, এতকাল ধরে চলে আসা হাতের লেখার শিক্ষাক্ষেত্র ছাড়া আর তেমন ব্যবহার নেই বললেই চলে। আজকাল সবক্ষেত্রে টাইপের লেখা টাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে হাতের লেখা ব্যবহার হয়না বললেই চলে। সম্প্রতি হাতে লেখা নিয়ে একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে। একজন চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) হাতে লিখে তাঁর পদত্যাগপত্র দিয়েছেন। রিংকু প্যাটেল নামের ওই অফিসার নোটবুকের একটি পৃষ্ঠায় তাঁরা পদত্যাগপত্র হাতে লিখে মিটশি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দিয়েছেন।অবিলম্বে রিংকু প্যাটেলের পদত্যাগ গ্রহণও করা হয়েছে। আরও পড়ুন: Sameer Wankhede Befitting Reply To Shah Rukh Khan: ‘আমি ছবি দেখিনা, সংলাপও শুনিনা’-সোজাসাপটা সমীর ওয়াংখেড়ের সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন ভিডিও)

পরিচালকের কাছে পাঠানো পদত্যাগপত্রটিতে অফিসার লিখেছেন, ‘সম্মান সহ, আমি আপনাকে জানাচ্ছি যে আমি আমার ব্যক্তিগত কারণে অবিলম্বে সিএফওর চাকরি থেকে পদত্যাগ করতে চাই। আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করা খুবই আনন্দের এবং চমৎকার অভিজ্ঞতা ছিল।…’

দেখুন