Representational Image (Photo Credits: unsplash.com)

জর্জ ফ্লয়েডের (George Floyd) হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অ্যামেরিকা (USA)। সমানতার দাবিতে চলছে আন্দোলন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরই 'ব্ল্যাক লাইভস ম্যাটার' (Black Lives Matter) আন্দোলন দানা বেধেছে। দেশের বিভিন্ন জায়গায় তা হিংসাত্মক আকারও ধারণ করেছে। কেউ কেউ মিনেসোটায় কমিউনিটি সংগঠকদের জন্য অর্থ সংগ্রহও করছেন, যারা ফ্লয়েডের নামে ফান্ড গড়েছেন। এরই মধ্যে প্রতিবাদ আন্দালনে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ফ্লয়েডের স্মৃতি ফান্ডের অনুদানের বিনিময়ে নগ্ন ছবি (Nude Photos), ভিডিয়ো এবং পর্নোগ্রাফি সাবস্ক্রিপশন (Porn Subscriptions) দিচ্ছেন বলে জানা গেছে। যদিও কোনও ভালো কারণের জন্য নগ্নতা এবং পর্নোগ্রাফি সাবস্ক্রিপশন বিনিময় করার ধারণাটি নতুন নয়। পুরো অ্যামেরিকা জুড়ে অব্যাহত প্রতিবাদের মাঝে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ গতি পেয়েছে।

চেক জালিয়াতির অভিযোগে গত সপ্তাহে মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডকে রাস্তায় ফেলে তাঁর উপর নৃশংস অত্যাচার চালায় পুলিশ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বার বার আর্জি জানাতে থাকলেও, হাঁটু দিয়ে তাঁর গলা চেপে বসে থাকেন ডেরেক শওভিন নামের এক পুলিশ কর্মী। জর্জের পিঠের উপর চাপ দিয়ে বসেছিলেন আরও দুই পুলিশকর্মী। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। সোশাল মিডিয়ার দৌলতে সেই ভিডিয়ো সামনে আসতেই বিক্ষোভ শুরু হয় দেশ জুড়ে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় তা হিংসাত্মক আকারও ধারণ করেছে। এছাড়া, বিশ্বজুড়েও এই আন্দোলনের প্রতি সমর্থন বাড়ছে। কেউ কেউ ফ্লয়েডের স্মৃতিসৌধের পাশাপাশি মিনেসোটার সম্প্রদায়ের সংগঠকদের জন্য তহবিল সংগ্রহ করা শুরু করেছেন। যাদের মধ্যে কয়েকজনকে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন: PM Narendra Modi: চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে এবার টেলিফোনিক বার্তালাপে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি

ফান্ড গঠনে সাহায্য করছেন যৌনকর্মীরা এবং অন্যান্যরাও। স্বেচ্ছায় নগ্ন ছবি শেয়ার করার বিনিময়ে অনুদান দিতে বলা হচ্ছে। অনুদানের বিনিময়ে পর্নোগ্রাফি সাইটে বিনামূল্যে সাবক্রিপশনও দেওয়া হচ্ছে। স্থানীয় লেখক ও প্রাবন্ধিক র‌্যাক্স কিং তাঁর অনুসারীদের টুইটারে বলেছিলেন যে কেউ মিনেসোটা কমিউনিটির ফান্ডে ৫০ ডলারের বেশি অনুদান দিলে তিনি তাঁকে নগ্ন ছবি শেয়ার করবেন। তিনি এবং তার বন্ধু মিনেসোটা ফ্রিডম ফান্ডের জন্য এখনও পর্যন্ত ২৭ হাজার ডলার অনুদান তুলেছেন।