রায়পুর, ৮ জুন: ছত্তিশগড়ের বলরামপুরে চাঞ্চল্যকর ঘটনা। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন ৩০ বছরের এক নরেন্দ্র মোদী ভক্ত অবাক করা কাজ করেন। ভোট গণনার প্রাথমিক পর্বে দেখা যায় ছত্তিশগড়ে সুরগুজা লোকসভা আসনে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সাক্ষী সিং কোরাম। সেই হতাশায় দুর্গেশ পান্ডে নামের এক বিজেপি সমর্থক নিজের হাতের আঙুল কেটে বলরামপুরের এক কালী ঠাকুরের মন্দিরে দিয়ে আসেন।
কয়েক ঘণ্টা পরে দেখা যায় সেখানে বিজেপি প্রার্থী চিন্তামণি মহারাজ প্রায় ৬৫ হাজার ভোটে জিতে গিয়েছেন। এরপর বছর ৩০-এর সেই মোদী ভক্ত ফের মন্দিরে গিয়ে নিজের বাঁ হাতের আরও একটি আঙুল কেটে তা মা কালীর পায়ের সামনে নিবেদন করেন। খুব রক্তপাত হওয়ায় সেটা বন্ধ করতে ক্ষতস্থানে কাপড় জড়িয়ে রাখেন তিনি। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে সামারাইয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই তাঁর অস্ত্রপচার হয়। কিন্তু দেরি হয়ে যাওয়ায় তাঁর আঙুল দুটি আর হাতের সঙ্গে লাগানো যায়নি।
দেখুন খবরটি
A 30-year-old man, who supports #BJP, chopped off his finger and offered it at a temple in #Chhattisgarh's #Balrampur on the #LokSabhaElection result day on June 4.
The man was initially depressed when he saw #Congress leading in the initial trends of the Lok Sabha election.… pic.twitter.com/JTeGLU952h
— Hindustan Times (@htTweets) June 8, 2024
নিজের আঙুল বাদ চলে গেলেও আফশোস নেই বলে জানিয়েছিনে দুর্গেশ পাণ্ডে। বরং তিনি তার চেয়ে বেশী হতাশ নরেন্দ্র মোদী ৪০০-র বেশী আসন না জেতায়। তবে মোদী ফের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে তার হাতের ব্যথা মালুম হচ্ছে না বলেও দুর্গেশ জানিয়েছেন। নিজেই বললেন, কংগ্রেস এগিয়ে আছে দেখে কালী ঠাকুরের মন্দিরে ছুটে গিয়ে, নিজের আঙুলটা দিয়ে এসেছিলেন। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। তাই ঠাকুরকে আরও একটা আঙুল দিয়ে আসেন।