নেটদুনিয়ায় ২০২১-র গোড়া থেকেই কত কিছুই না ট্রেন্ডিংয়ের সাক্ষী রইলাম আমরা। 'পাওরি হো রাহি হ্যায়', 'শ্বেতা ভাইরাল জুম কল', 'বেটে মউজ কার দি', মিমসের ঝড় বইছে এখনও। নেটদুনিয়ায় সমান তালে ভাইরাল এগুলি। এই তালিকাতেই সংযুক্ত হল পশ্চিমবঙ্গের এক মেয়ের নাম পরিবর্তন। হাসতে হাসতে কুটিপাটি নেটদুনিয়া। কিন্তু কী এমন কী করলেন বঙ্গ তনয়া? নিজের নামই তো পরিবর্তন করলেন!
হ্যাঁ, তবে অনামিকা মজুমদার যদি নিজের নাম রাখেন সুপ্রিম ইম্পেরিয়াম (Supreme Imperium) তবে তা হাসির কারণ হওয়ারই কথা। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অনামিকা। সংবাদপত্রে নিজের নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি দেন। নিজের নাম পরিবর্তন করলে সংবাদপত্রে বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞাপন করতে হয়। তারপরই তা পাকাপাকিভাবে গ্রহণযোগ্য হয়। এমন বিজ্ঞাপন আমরা প্রায়শই দেখতে পাই। অবাক হওয়ার মতো বা নতুন কোনও ঘটনাও নয়। কিন্তু নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে অনামিকার পরিবর্তিত নামের অর্থ কী? 'সুপ্রিম ইম্পেরিয়াম' এর অর্থ খুঁজতে নাজেহাল নেটিজেনরা। আর এই নিয়েই উঠেছে হাসির রোল। আরও পড়ুন, এবার জোরসে ছাপ, টিএমসি সাফ: নরেন্দ্র মোদি
Hello I am in need of a new friend. Can this person be my friend? Please. pic.twitter.com/hbnZc6qgGn
— HER FUNKNESS (@HerFunkness) March 6, 2021
I want to know her story pic.twitter.com/4hQUdOBafN
— wanandaf vision (@nah_im_abdulla) March 6, 2021
All bow before the Supreme Imperium. https://t.co/xIVzZsvQAa
— Deeksha Bhardwaj (@deekbhardwaj) March 6, 2021
কারোর মতে, অনামিকা কোনও ব্যবসা প্রতিষ্ঠানের নামেই নিজের নাম রেখেছেন। কেউ আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন সুপ্রিম ইম্পেরিয়ামের কাছে। আবার কারও মতে, এটি কোনও স্টেডিয়ামের নাম। নানা মুনি নানা মত। তবে নামের মানে এখনও অজানাই।