নয়াদিল্লি: র্যাপার বাদশা (Rapper Badshah) সম্প্রতি তাঁর কনসার্টে ইয়ো ইয়ো হানি সিংকে (Honey Singh) নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন। তিনি হানি সিংকে গানের কথা লেখার প্রস্তাব দিয়ে বলেন, ‘আমি কিছু গানের লিরিক্স লিখে দেবো, তোমার বাবা ফিরে আসবেন।’
‘তুম ভি আয়ে হুয়ে হো কেয়া ইয়াহান? এক কলম অর কাগজ দেনা। উপহার লায়া হুঁ তুমহারে লিয়ে। কুছ গানের কথা লিখ কার দিতে হুঁ, তুমহারে পাপা কা কামব্যাক হোজায়েগা।‘
দেখুন ভিডিও
Badshah replied to Honey Singh Fans 💀
Badshah bhay ab Badmos ho chuke hai 💪🏻 pic.twitter.com/bdYxlEnJ2D
— Hood Waali Baatcheet (@hood_wali_baat) March 16, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বাদশার এই বক্তব্যের ভিডিও। হানি সিংয়ের ভক্তরা তীব্র প্রতিবাদ করছেন, বাদশা যা বলেছেন তা ঠিক নয় এবং তাঁর ক্ষমা চাওয়া উচিত।