দু'দিন আগে দিল্লির (Delhi) এক ব্যক্তি 'বাবা কা ধাবা'-র (Baba Ka Dhaba) দোকানে খাবার কিনতে চান। গিয়ে দেখেন সুস্বাদু খাবার নিয়ে বসে তাঁরা। সারাদিনে বিক্রি হয়েছে মাত্র ৪০ টাকার খাবার। লকডাউনে নিজেদের পরিস্থিতির কথা বলতে বলতে কেঁদে ফেলেন ওই দোকানের বৃদ্ধা। এর পর ওই ব্যক্তি গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ৮০ বছর বয়সী বৃদ্ধকে পেট চালানোর জন্য কাঁদতে দেখে, গোটা ভারতের চোখে জল আসে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিও।
দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে রয়েছে বাবা কা ধাবা। সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন ছন্দে ফিরেছে বাবা কা ধাবা। মালভিয়া নগরের এই ধাবা রাতারাতি এতটাই বিখ্যাত হয়ে গিয়েছে, জোম্যাটোতেও (Zomato) তালিকাভুক্ত হয়ে গেছে। করোনার জেরে অনেকেই এখন বাড়ির বাইরে বেরোতে চান না, ঘরে বসেই খাবার অর্ডার করেন। জ্যোমাটো-র তালিকায় এসে যাওয়ায় বাবা কি ধাবার খাবার এখন ঘরে বসেই পেয়ে যাবেন। আরও পড়ুন, রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি আর্মিনিয়া ও আজারবাইজান
শুধু জ্যোমাটোই নয়, টিন্ডারেও এসেছে বাবা কা ধাবা। টিন্ডার সোশ্যাল মিডিয়া রের পেজে বাবা কা ধাবা আবার ডেটিং ভেনু। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করায় তাদের ধন্যবাদ দিয়েছে জোম্যাটো। জ্যোমাটো তাদের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছে, বাবা কা ধাবা এখন আমাদের তালিকায়। আমাদের টিম ওই প্রবীণ ব্যক্তিদের সঙ্গে রয়েছে। তারা যাতে খাবার সরবরাহ করতে পারেন, সেদিকে দেখছি আমরা। সোশ্যাল মিডিয়ায় যাঁরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁদের ধন্যবাদ জানাই।