Policeman Openly Drinks (Photo Credit: X)

গুয়াহাটি: ডিউটিতে থাকা অবস্থায় প্রকশ্যে মদ্যপান পুলিশ কর্মীর। গুয়াহাটিতে ইউনিফর্ম গায়ে পুলিশের গাড়িতে বসেই প্রকাশ্য রাস্তায় মদ্য পান করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তদন্তের নির্দেশ দেন অসম পুলিশের ডিজি জিপি সিং। ঘটনার তদন্তে দেখা গিয়েছে ওই পুলিশ কর্মী ফাটাসিল আম্বারি থানার নিরস্ত্র শাখা কনস্টেবল ওম প্রকাশ সিং। তাঁর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন, কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করে। এরপর সোমবার পশ্চিম গুয়াহাটি পুলিশ জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ কর্তৃক স্থগিতাদেশের আদেশ জারি করা হয়। আজ ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

দেখুন ভাইরাল ভিডিও- 

উল্লেখ্য, এই ঘটনা সামনে আসার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যে সমস্ত পুলিশকর্মী নিয়মিত মদ্যপান করেন এবং শারীরিকভাবে ‘আনফিট’ রাজ্যে তাঁদের আর চাকরি করতে দেওয়া হবে না।