BJP Workers Burn Kim Jong's Effigy: চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে কিম জং উনের কুশপুতুল পোড়াল আসানসোলের বিজেপি কর্মীরা, ভাইরাল ভিডিয়ো
কিম জং উন(Photo Credit: File/PTI)

আসানসোল, ১৮ জুন: চিনা আগ্রাসনের জবাবে সেদেশের পণ্য বয়কটের (Boycott Chinese Goods Protests) দাবিতে জ্বলে উঠল দেশের একাধিক প্রান্ত। গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) সীমান্তে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদেই রাজনীতিবিদ সহ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়ে উঠলেন। রাস্তায় নেমে এসে চিনা পণ্য বয়কটের (Ban on Chinese goods and products) দাবিতে সোচ্চার হলেন তাঁরা। এর মধ্যেই পশ্চিমবঙ্গের আসানসোলের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কয়েকজন বিজেপির কিছু কর্মী উত্তর কোরিয়ার (North Korea) সুপ্রিম লিডার কিম জং উনের (Kim Jong Un) কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে নামেন। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কিন্তু কেন? উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তো ভারতে বিক্ষোভ হতে পারে না? আসলে হয়েছে বড় গণ্ডগোল। বিজেপি কর্মীরা কিম জং উনকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্ত হয়েছেন। চিনের প্রতি রাগান্বিত হয়ে বিজেপি কর্মীরা তাঁদের ক্ষোভ প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল। তারা কুশপুতুল বানিয়ে পুড়িয়েছে এবং চিনের পণ্য বয়কটের ডাক দিয়েছে। ভিডিয়োতে এক স্থানীয় বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, আমরা চিনের প্রধানমন্ত্রী কিম জং উনের কুশপুতুল পোড়াতে এসেছি। চিন যা করেছে ঠিক করেনি। সবাইকে বলছি চিনের পণ্য় বয়কট করতে। স্বদেশি পণ্য ব্যবহার করতে। আরও পড়ুন: Terrifying Video of Shark Chasing Teens: দুই খুদেকে তাড়া করছে সার্ক, ভয়ঙ্কর ভিডিওটি দেখলে শিরদাঁড়া দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত

চিনা পণ্য বয়কটের ডাকে সামিল হয়েছেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব (Jan Adhikar Party Chief Pappu Yadav)। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদসংস্থা ANI। সেই ভিডিয়োতে পাপ্পু যাদবকে একটি চিনা মোবাইল সংস্থার (Chinese mobile phone manufacturer) ব্যানারে কালি লাগিয়ে দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় সেই ব্যানারে তিনি 'নো চাইনিজ প্রোডাক্ট' লিখে দেন। জেসিবি মেশিনে উঠে তিনি ব্যানারে কালি লাগিয়ে দেন। এছাড়াও আরও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে চিনের পতাকা আবার কেউ চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কুশপুতুল জ্বালানো হচ্ছে দেশজুড়ে। চিনা দ্রব্য বয়কটের ডাকে ভয়ঙ্কর ছবি ধরা পড়ল সুরাতে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেড ইন চায়না লেখা টিভির সেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে।