একেই বলে বোধহয় অজান্তে বিপদ দেখা। অ্যামাজনে আট বছর ধরে কর্মী নিয়োগ করা এইচআর বিভাগে কাজ করা জেনিফার লুকাস (Jennifer Lucas) তার নিজের চাকরি যাওয়ার ভিডিয়ো নিজেই অজান্তে রেকর্ড করলেন। জেনিফারের টিকটক ভিডিয়োটা শুরু হয় তার সকালে ওঠা থেকে। সকালে উঠে তিনি মুখ ধুলেন, প্রাতরাশ সারলেন, তারপর নতুন জামা কাপড় পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এরপর দেখা গেল প্রতিদিনের মতই তিনি অ্যামাজন অফিসে ঢুকলেন।
তারপর ডেস্কে বসে তার ইমেল চেকের ভিডিয়োটাও করেন। কিন্তু সেখানেই তাঁর দুনিয়াটা যেনে নড়ে উঠল। মেলের প্রথমেই সে দেখলে, কোম্পানি থেকে তাকে জানানো হয়েছে তাঁর চাকরি আর থাকে না। অ্যামজনে কর্মী ছাঁটাইয়ের তালিকায় আছে তার নামও। আরও পড়ুন-প্রবীণ নাগরিকদের ছাড় তুলে দিয়ে রেলের বার্ষিক আয় ২ হাজার ২৪২ কোটি টাকার
দেখুন টুইট
#Amazon worker accidentally captures her #layoff info in TikTok video
Read: https://t.co/MuF4re1FJS pic.twitter.com/cKjN01BgiW
— IANS (@ians_india) May 1, 2023
এই পুরো ভিডিয়োটাই তিনি টিকটকে পোস্ট করেন। জেনিফারের এই টিকটক ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।