ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ পরিবর্তন হয়েছে আবহাওয়ার (Weather)। ক্রমে গরম বেড়েছে কলকাতার (Kolkata)। আর এই আবহে রাস্তার সারাদিন ছুটে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছে ঘোড়ারাও (Horse)। কলকাতার ময়দান এলাকায় রাস্তায় রাস্তায় ঘোড়া চড়ার চল রয়েছে। অনেকেই এই ঘোড়ার গাড়ি করে 'সিটি অফ জয়' ঘুরে দেখেন। আর এবার গাড়ি টানতে টানতেই অসুস্থ হয়ে পড়ল একটি ঘোড়া। রাস্তাতেই লুটিয়ে পড়ল সে। তবে অসুস্থ হলেও নিস্তার নেই! তাকে টেনে উঠিয়ে ফের গাড়ি টানতে বাধ্য করলেন এক ব্যক্তি। এই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

কলকাতার রাস্তায় 'নির্দয়' ছবি, ভাইরাল অসুস্থ ঘোড়ার ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি টানছে দু'টি ঘোড়া। আচমকাই চলতে চলতে মাটিতে লুটিয়ে পড়ল একটি সাদা ঘোড়া। থেমে গেল গাড়িটি। রাস্তায় শুয়ে রীতিমতো হাঁপাচ্ছে ঘোড়াটি। দেখে বোঝাই যাচ্ছে সুস্থ নয় সে। কিন্তু সেদিকে নজর নেই মালিকের। তাকে জোর করে উঠিয়ে ফের গারী টানতে বাধ্য করলেন এক ব্যক্তি।  পুজা ভাট নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ওই যুবকের আচরণে ক্ষেপেছে নেটপাড়া। ভাইরাল ভিডিয়োর কমেন্টে ওই ব্যক্তির তীব্র শাস্তির দাবি জানাচ্ছেন কেউ কেউ। আবার কেউ ওই ব্যক্তিতে 'নির্দয়' আখ্যা দিচ্ছেন।

গরমে অসুস্থ ঘোড়া, জোর করে গাড়ি টানতে বাধ্য করল মালিক, ভাইরাল কলকাতার রাস্তার ভিডিয়ো