
লাইমরিক ( আয়ার্ল্যান্ড), ৩০ মে: দাম্পত্য সম্পর্কের জটিলতা বোঝা দায়। সেই জটিলতা কখন মন ছাড়িয়ে শরীরে আশ্রয় নেবে কেউ জানে না। এই যেমন বছর ৬৬-র এক প্রৌঢ়ের কথাই ধরুন কি না। স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম করার পর তাঁর স্মৃতি লোপ পেল (Man Loses Memory After Having Sex)। নিজের নাম ধাম বয়স মনে করতে পারলেও ভুলে গেলেন বাকি সবকিছু।
আগের দিনই ছিল তাঁদের বিবাহ বার্ষিক। জমিয়ে সেলিব্রেশনও হয়েছে। তবে সেসবের কিছুই তাঁর মনে নেই। ক্যালেন্ডারে তারিখ দেখার পর নিজেই অনুশোচনায় বিদ্ধ হতে শুরু করেন, কী করে সব ভুলে গেলেন এই ভেবে। বারবার স্ত্রী ও মেয়েকে এনিয়ে প্রশ্ন করতে থাকেন।
এদিকে গোলমাল একটা কিছু আঁচ করে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে স্নায়ু বিভাগের চিকিৎসক পরীক্ষা করে জানান, ভদ্রলোকের মাথার কোনও গোলমাল হয়নি। তবে সাময়িক স্মৃতি লোপ পেয়েছে। ২০১৫-তে আরও একবার এমন ঘটনা ঘটেছিল। মূলত ৫০-৭০ বছর বয়সীরা যৌন সম্পর্কের পর সাময়িক স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগতে পারেন কিছু ক্ষেত্রে। তবে পরে সব স্বাভাবিক হয়ে যায়। এমন ঘটনা দ্বিতীয়বার ঘটা যে অসম্ভব নয়, তা এই ভদ্রলোকের স্মৃতিলোপ থেকেই স্পষ্ট।