Python Recoverd From Durgapur: দুর্গাপুরের কাঁকসায় মাঠ থেকে উদ্ধার বিশাল পাইথন, দেখুন ভিডিয়ো
কাঁকসায় মাঠ থেকে উদ্ধার বিশাল পাইথন (Photo: Facebook)

কাঁকসা, ২৭ অগাস্ট: দুর্গাপুরের (Durgapur) কাঁকসায় উদ্ধার বিশাল পাইথন (Python)। কাঁকসার পানাগড় গ্রাম থেকে সাপ উদ্ধারে আতঙ্ক ছড়ায় জনবসতিপূর্ণ এলাকায়। বৃহস্পতিবার স্থানীয়রা বাইপাসের ধারে একটি বাগানে সাপটিকে জালে আটকে থাকতে দেখেন। পানাগড়ের বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

প্রায় ১০ ফুট লম্বা এই সাপকে দেখতে ভীড় জমায় গ্রামবাসীরা। কাঁকসায় এই ধরনের সাপ আগেও কয়েক বার দেখা গেছে। আরও পড়ুন: Karachi Family Keeps Giraffes as Pets: কুকুর বা বিড়াল নয়, বাড়িতে একজোড়া জিরাফ পুষেছেন এই দম্পতি! ভাইরাল ভিডিয়ো

প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি, কি ভাবে এলাকায় ঢুকলো তা কেউ জানাতে পারে নি। তবে এলাকায় এই ধরনের সাপ উদ্ধারে জনবসতি পূর্ন এলাকায় রীতিমত আতংক ছড়িয়েছে।