Lucky Plants for New Year 2022: নতুন বছরে সৌভাগ্য ও সমৃদ্ধি বজায় রাখতে চান, বাড়িতে থাকুক এই ইন্ডোর প্লান্ট
Indoor Plants (Photo Credits: Wikimedia Commons, Flickr, Pixabay)

২০২২ (Lucky Plants for New Year 2022) একেবারে দরজায় কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে সকলের একটাই আশা, আগামী বছর যেন সুখের হয়। সমৃদ্ধিতে ভরে থাকে। স্বাস্থ্য নিয়ে যেন কোনও দুশ্চিন্তা না হয়। কেউ কেউ বর্ষ শেষে পরম আরাধ্যের কাছে চেয়ে নিচ্ছেন সুস্বাস্থ্য, সুখ, সুসময়। কেউ আবার সমৃদ্ধি ফেরাতে বাড়িতে নিয়ে আসছেন অনেককিছু। সৌভাগ্য ফেরাতে কাজে আসবে ইন্ডোর প্লান্ট।LatestLY বাংলা আপনার জন্য এমনই কিছু ইন্ডের প্লান্ট বেছে রেখেছে যা নতুন বছরে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনবে।

Peace Lily:  লিলির সাদা ফুল ও লম্বা সবুজ পাতা বাড়িতে শুদ্ধ বাতাসের সঙ্গে সঙ্গে  সৌভাগ্য ও সমৃদ্ধি একসঙ্গে বয়ে আনবে।

Lucky Bamboo:  সূর্যের আলোকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাড়িতে আনে এই বাঁশ। এই গাছ বাড়িতে সৌভাগ্যের প্রতীক।

Orchids:  সম্পর্কের সম্প্রীতি বন্ধন করে অর্কিড। গৃহের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সৌভাগ্যও বয়ে আনে। পরোক্ষ সূর্যালোক ও নিয়মিত জলের প্রয়োজন রয়েছে অর্কিডের।

Parlor Palm: এই ইন্ডোর প্লান্টকে বাঁচাতে হলে পরোক্ষ সূর্যালোক জরুরি। বাড়ির ভারসাম্য বজায় রাখতে ও সুখী গৃহকোণ তৈরিতে এর জুরি মেলা ভার।