Durga Puja(Photo Credits: Pixabay)

ব্যস আর কটা দিন। তারপর মা আসছেন। অক্টোবর মানেই পুজোর মাস (Durga Puja 2021)। আর পুজোর মাস মানেই দেদার শপিং-কেনাকাটা। যদিও কোভিড বিধি মেনেই করতে হবে সব কিছু। কারণ পুজোয় সতর্ক না থাকলে, কোভিডের তৃতীয় ঢেউকে ডেকে আনা হতে পারে। যাই হোক আসনু দেখে নেওয়া যাক দুর্গাপুজো নিয়ে কিছু কথা।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, সাধানায় তৃপ্ত হয়ে ব্রহ্মা মহিসাসুরকে বর দিয়েছিলেন তিনি কোনও পুরুষ, এমনকী ভগবাদের হাতেও মারা যাবেন না। ব্রহ্মার সেই বর পেয়ে স্বর্গ আক্রমণ করে সেখানে ভগবানদের তাড়িয়ে সিংহাসনে বসেন। যেহেতু তাকে কোন পুরুষ বা ভগবান মারতে পারবে না বর পেয়েছিল মহিসাসুর, তাই সে স্বর্গে যা খুশি করছিল। এজন্যই সব দেবতার শক্তি মিলিয়ে দেবী দুর্গা-র আবির্ভাব হয়। আরও পড়ুন: 

আসছে নবরাত্রি, জানুন নবরাত্রির ৯টা দিনের ৯টা শুভ রঙ, নবদুর্গার নাম

দশমীতে দুর্গা বধ করেন মহিসাসুরকে, সেই জন্য এই দিনটিকে বিজয়া দশমী হিসেবে পালন করা হয়। অশুভ শক্তির উপরর শুভ শক্তির প্রতিক সেই দিনটি।

দুর্গাপুজোয় কোন দিন কী

মহালয়া (Mahalaya): ৬ অক্টোবর, বুধবার

তর্পন।

মহাষষ্ঠী (Maha Sasthi): ১১ অক্টোবর, সোমবার

কল্পারম্ভ - সকাল ৬ টা।

দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস - সন্ধ্যা ৬ টা ২০ মিনিট

মহা সপ্তমী (Maha Saptami): ১২ অক্টোবর, মঙ্গলবার

সপ্তমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট।

মহা অষ্ঠমী (Maha Ashtami): ১৩ অক্টোবর, বুধবার

মহাঅষ্টমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট।

কুমারীপুজো - সকাল ৯ টা

সন্ধিপুজো - সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত

মহা নবমী (Maha Navami): ১৪ অক্টোবর, বৃহ্স্পতিবার

শ্রী শ্রী দেবীর মহানবমীবিহিত পুজো শুরু - ভোর ৫ টা ৩০ মিনিট

হোম - বেলা ১২ টা ৩০ মিনিট।

বিজয় দশমী (Vijaya Dashami): ১৫ অক্টোবর, শুক্রবার

দশমীবিহিত পুজো শুরু - সকাল ৫ টা ৩০ মিনিট।

প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান - শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর।