West Bengal Formation Day 2023 Wishes in Bengali (Photo Credit: File Photo)

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাও স্বাধীন হয়েছিল, তবে দু’ভাগে বিভক্ত হয়ে। স্বাধীনতার আগে ভারত একাধিক ব্রিটিশ-শাসিত প্রদেশ ও নামমাত্র স্বায়ত্ত্বশাসিত দেশীয় রাজ্যে বিভক্ত ছিল। দেশীয় রাজ্যগুলিও ব্রিটিশ সরকারের পরামর্শক্রমে শাসিত হতো। দেশভাগের পর এই প্রশাসনিক বিভাগগুলির কয়েকটি পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। আর বাদবাকি প্রদেশ ও রাজ্যগুলি ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গও সেই সময় থেকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদ একটি বৈঠকের আয়োজন করে। যেখানে বাংলা পাকিস্তানের সঙ্গে একত্রীভূত হবে, নাকি ভারতের সঙ্গে একত্রীভূত থাকবে, না বিভক্ত হবে? নাকি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা হবে পশ্চিমবঙ্গ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে বাংলাদেশ? তা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ তর্ক-বিতর্ক এবং আলোচনার পর বাংলাকে দ্বিখণ্ডিত করার এবং পশ্চিমবঙ্গের ভিত্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই এই দিনটিকে "পশ্চিমবঙ্গ দিবস" হিসেবে মান্যতা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে (West Bengal Day 2023 Wishes In Bengali) লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র।আজ সেই দিনকে স্বীকৃতি দিতেই পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে দেওয়া হোক পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা বার্তা।

West Bengal Formation Day 2023 Wishes in Bengali (Photo Credit: File Photo)
West Bengal Formation Day 2023 Wishes in Bengali (Photo Credit: File Photo)
West Bengal Formation Day 2023 Wishes in Bengali (Photo Credit: File Photo)
West Bengal Formation Day 2023 Wishes in Bengali (Photo Credit: File Photo)