Good Touch And Bad Touch:  রাজ্যের ৬ জেলায় ৩০০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গুড টাচ-ব্যাড টাচের শিক্ষা দেবে সরকার
গুড টাচ-ব্যাড টাচের শিক্ষা দেবে সরকার (Photo credits: Pxhere)

কলকাতা, ১২ নভেম্বর: শিশুদের (Child) যৌন নিগ্রহের (Sexual Harassment) হার ক্রমশ বেড়েই চলেছে বিশ্বজুড়ে। বিভিন্ন উপায় অবলম্বন করেও তাঁদের জীবন থেকে মোছা সম্ভব হচ্ছে না কালো ছায়া। ভারতের (India) পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) এমন শিশুদের সংখ্যাটা কম নয়। তাই এবার নয়া এক উদ্যোগ সঙ্গী করে নতুন পদক্ষেপ আনছে রাজ্য সরকার (State Government)। রাজ্যের ৬ জেলার ৩০০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গুড টাচ-ব্যাড টাচের (Good Touch And Bad Touch) শিক্ষা দেবে রাজ্য সরকার। যদিও প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পটি পরীক্ষামূলক স্তরে রাখা হয়েছে। পরীক্ষা কার্যকরী হলে আগামী দিনে তা রাজ্যের সব স্কুলেই (School) শেখানো হবে। জানা গিয়েছে, এই শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে চাইল রাইট্স অ্যান্ড ইউ অর্থাৎ ক্রাইকে (CRY)।

এই সময় পত্রিকার খবর অনুযায়ী, স্কুল পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এমন গাইডলাইন (Guideline) প্রকাশ করতে চলেছে স্কুলশিক্ষা দফতর। চলতি বছরেই ছাত্রছাত্রীদের নিয়ে এমন বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছিল। যেখানে ছাত্রছাত্রীদের যৌন হেনস্থার বিষয়ে সজাগ করতে 'স্পর্শ' (Touch) সম্পর্কে ধারণা দিতে বলা হয়েছিল। অস্বস্তিকর কোনও ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে সাহসের সঙ্গে 'না' বলতে পারে, তার পাঠ দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে শুরু হতে চলেছে এই প্রকল্প। এখানে প্রধান শিক্ষকদের (Teacher) উপর দায়িত্ব রয়েছে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের ক্লাসের আয়োজন করা। অগ্রগতি সম্পর্কে তিন মাস অন্তর একটি স্টেটাস রিপোর্ট পাঠানো। প্রথম শ্রেণি অর্থাৎ ছ'বছর বয়সের আগে কোনও পড়ুয়াকে এই ধরনের ক্লাসে রাখতে না করা হয়েছে গাইডলাইনে। আরও পড়ুন: Onion Price‌ Hike: পেঁয়াজের দাম পৌঁছল একশো টাকায়! ৩০ নভেম্বর পর্যন্ত আমদানির উপর জারি নিষেধাজ্ঞা শিথিল করল কেন্দ্রীয় কৃষি দফতর

বিশেষজ্ঞরা বলছেন, স্কুলের আগে এই পাঠ শুরু করতে হবে বাবা-মায়েদেরই (Parents)। শরীর সম্পর্কে খুব ছোটবেলা থেকেই ওয়াকিবহাল করতে হবে বাচ্চাকে। কোনরকম অস্বস্তিতে বাচ্চাকে বাধা দিতে শেখান, প্রয়োজনে চিৎকার করে প্রতিরোধ করতে বলুন। সুইমসুট রুল শেখান। গল্পের ছলে কথা বলে বোঝার চেষ্টা করুন, আপনার বাচ্চাটির উপর কোন অত্যাচার হচ্ছে কিনা!