Vat Savitri Mehndi Designs: বট সাবিত্রী উপলক্ষে হাত সাজিয়ে তুলুন সুন্দর মেহেন্দিতে, দেখে নিন কিছু সহজ এবং সুন্দর মেহেন্দি ডিজাইন...
Credit: YouTube

২০২৪ সালের ৬ জুন পালন করা হবে বট সাবিত্রী ব্রত। বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সুখী বিবাহিত জীবনের জন্য পালন করে এই ব্রত। এদিন বিবাহিত মহিলারা তাদের স্বামীর জন্য উপবাস করে‌ পুজো করে বট গাছের। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয় এই উৎসবটি। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় এই উৎসব। এই দিনে মহিলারা উপবাস করে বিয়ের সাজে সেজে পুজো করে বট গাছের।

মেহেন্দি যেকোনও উৎসবের শুভতা বাড়িয়ে তোলে, তাই বেশিরভাগ মহিলারা উৎসবে হাতে মেহেন্দি লাগান। বট সাবিত্রী উৎসবেও মহিলারা নিজের হাত সাজিয়ে তোলেন মেহেন্দির রঙে। মান্যতা রয়েছে, মেহেন্দির গাঢ় রং আশীর্বাদ, সৌভাগ্য এবং সুরক্ষার প্রতীক। বট সাবিত্রী উপলক্ষে মহিলারা একে অপরের হাতে মেহেন্দি লাগানোর জন্য একত্রিত হন। এই বিশেষ দিনে নিজের হাত সাজিয়ে তুলুন সুন্দর মেহেন্দিতে, দেখে নিন কিছু সহজ এবং সুন্দর ডিজাইন।

Credit: YouTube
Credit: YouTube
Credit: YouTube
Credit: YouTube
Credit: YouTube