Photo Credits: ANI

অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা (Pran Pratishtha) হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ছাড়াও কারা উপস্থিত থাকবেন বৃহস্পতিবার তা জানালেন শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই (Sri Ram Janambhoomi Trust's General Secretary Champat Rai)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে (Ayodhya Ram Temple consecration ceremony) থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)-সহ বিশিষ্ট ব্যক্তিরা।" আরও পড়ুন: Ram Janmabhoomi's Chief Priest On PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ নিয়ে বিতর্কে মুখ খুললেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত, ভিডিয়োতে শুনুন আচার্য সতেন্দ্র দাসের বক্তব্য

দেখুন ভিডিয়ো: