গত ৭ সেপ্টেম্বর পিতৃপক্ষের সূচনায় ভারত থেকে দেখা গিয়েছিল চন্দ্রগ্রহণ, যেটি সম্ভবত এই বছরের শেষ চন্দ্রগ্রহণ ছিল। এবার পিতৃপক্ষের শেষ দিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর এই সূর্যগ্রহণ হবে। জ্যোতিষ শাস্ত্র মতে ২১ সেপ্টেম্বর কন্যা রাশিতে হবে এই সূর্য গ্রহণ, এর অর্থ হল এই সময়ে সূর্য কন্যা এবং তারা ফাল্গুনী নক্ষত্রে বিরাজ করবে।তবে ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না, ফলে ভারতে কোনও ধর্মীয় তাৎপর্য থাকবে না এর। এইদিন মন্দিরের দরজা বন্ধ থাকবে না, পালন করা হবে না গ্রহণের কোনও রীতি।
এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকার বেশ কিছু অঞ্চল থেকে। ভারতে এই গ্রহণের জন্য কোনও সুতককাল থাকবে না। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যেতে পারে, গ্রহণের কোনও নিয়ম মানতে হবে না এই দিন।
🌞✨ Mark Your Calendars! ✨🌞
On September 21, 2025, the skies will treat us to a breathtaking Partial Solar Eclipse! 🌑☀️
During this event, the Moon will partially cover the Sun, creating a dramatic golden ring of light in the sky — a cosmic spectacle best viewed around… pic.twitter.com/LuDZCA7f3m
— Shambhu Patwa Dighwara wala (@djshmbhu30) September 11, 2025
প্রসঙ্গত, যদি ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যেত তাহলে ১২ ঘণ্টা আগেই শুরু হয়ে যেত সূতককাল। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে বছরের শেষ সূর্যগ্রহনে তেমন কিছু হবে না, ভারতবর্ষে। তাই দেশবাসীর আলাদা করে কোন নিয়ম পালন করার প্রয়োজন পড়বে না।