Best Sex Time: শরীরের মিলন কোনও সময় বুঝে আসে না। যে কোনও সময় ইচ্ছে হলেই আপনি সঙ্গীর সঙ্গে একান্তে মিলিত হতে পারেন। স্থান, কাল, সময় নির্বাচন করে অবশ্যই যৌনতা উপভোগ করে মানুষ বিশেষ করে ভারতীয়রা, তবে সেক্সের সেই হিসেবে কোনও নির্দিষ্ট নিয়ম বা সময় নেই। তাও বেশ কিছু সময় রয়েছে যখন সেক্স বা মিলন শরীর এবং মনের জন্য উপকারী হতে পারে বলে করেন অনেকে।
জেনে নিন সেক্সের সেরা সময়
সকাল ৬টা থেকে ৯টার মধ্যে যদি সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন বা সেক্স (Sex) করেন,তাহলে শরীর, মন ফুরফুরে থাকে।
সকালে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে। যা পুরুষদেরকে শারীরিক মিলনের জন্য তাড়না করে। এসবের পাশাপাশি দিনের শুরুতে মানসিক চাপ অনেক কম থাকে। ফলে ওই সময় ঘনিষ্ঠ মুহূর্ত আপনি উপভোগ করতে পারেন।
ঘুম থেকে ওঠার আগে সেক্স করলে, শরীর ফুরফুরে থাকে। মানুষের মেজাজও থাকে ভাল।
সকালের পাশাপাশি অনেকে সন্ধে থেকে গভীর রাতের আগে পর্যন্ত সেক্সে আগ্রহ পান
সন্ধে ৬টা থেকে ৯টা পর্যন্ত সেক্স-এর উপযুক্ত সময় বলে ধরা হয়।
সারাদিন অফিসের পর বা ঘরের কাজের পর যে দম্পতিরা নির্বিঘ্নে সময় কাটাতে চান, তাঁরা এই সময় ঘনিষ্ঠ হন।
রাত ১০টা থেকে ১২টা
নৈশভোজের পর অনেক দম্পতি একান্তে মিলিত হতে পছন্দ করেন।
যাঁরা একটু রাতের দিকে সেক্স পছন্দ করেন, তাঁরা রাত ১০টা থেকে ১২টার মধ্যে মিলিত হতে পারেন। ওই সময়কে অত্যন্তগুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সেক্সের ক্ষেত্রে।
রাতের রোমান্টিক এবং নিরিবিলি পরিবেশ অনেক দম্পতিকেই শারীরিক মিলনের জন্য মানসিকভাবে তৈরি করে।
সপ্তাহের শেষে মিলন
অনেকেই প্রতিদিনের কাজের চাপে সেক্সের কথা মনেও আনেন না।
তাই যে সমস্ত দম্পতি নিরিবিলিতে মিলিত হতে চান কোনও ধরনের ঝঞ্ঝাট ছাড়া, তাঁরা এই 'উইকেন্ড সেক্স' পছন্দ করেন। এক্ষেত্রে সারা সপ্তাহের ক্লানিত কেটে যায় বলে ধারনা করেন অনেকে।
তবে সর্বোপরি সেক্সের কোনও নির্দিষ্ট সময় নেই। নিজেদের পছন্দ মতই প্রত্যেকে সঙ্গীর সঙ্গে মিলিত হতে পছন্দ করেন।