Sex Tips, Representational Image (Photo Credit: File Photo)

Sex Tips: যৌন জীবন একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছে? কোনও কিছুই ভাল লাগছে না? অফিস, বাড়ি করে করেই জীবন শেষ হয়ে যাচ্ছ? তাহলে বেশ কিছু সেক্স টিপস আপনাকে মেনে চলতে হবে। যা মেনে চললে, আপনার যৌন জীবন আরও বেশি করে উপভোগ্য হয়ে উঠতে পারে। ফোরপ্লে-র মাধ্যমে আপনি আপনার যৌন জীবনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। ফোরপ্লে যেমন আপনার এবং সঙ্গীর মাঝে ঘনিষ্ঠতা বাড়াবে, তেমনি আপনাকে আরও বেশি করে চনমনে রাখবে। তাই ফোরপ্লে নিয়ে আসুন নিজের যৌন জীবন।

যৌন জীবনকে আরও আকর্ষণীয় করতে কী কী করবেন, তার কিছু টিপস দেওয়া হল...

নিজের চাহিদার কথা সঙ্গীকে জানান 

সব সময় মুখ লুকিয়ে থাকলে যৌন জীবন স্বাভাবিক করতে পারবেন না। তাই আপনি কী চান, তা মুখ খুলে বলুন আপনার সঙ্গীকে। আপনি নিজের আশা, আকাঙ্খার কথা জানাতে পারেন সঙ্গীকে।

পছন্দের জিনিসের তালিকা তৈরি করুন 

ঘনিষ্ঠ মুহূর্তে আপনার সঙ্গী কী পছন্দ করেন, তার খেয়াল রাখুন। সঙ্গী যদি নিজের মুখে বলতে না পারেন, তাহলে তাঁর কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করুন। মুখে না বললেও, ইশারায় বা আকার ইঙ্গিতে বুঝে নিতে হবে আপনার সঙ্গীর পছন্দের বিষয়গুলি।

সঙ্গীর সঙ্গে গল্প করুন 

যৌনতার সময় মেশিনের মত তড়িঘড়ি সব কাজ সেরে ফেলবেন না। আপনার সঙ্গী কী পছন্দকরেন, সেই ধরনের গল্প তাঁর সঙ্গে করুন। তাঁর স্পর্শ পছন্দ হলে, তাহলে গল্প করতে করতে  তাঁকে আদর করুন। উষ্ণতা উপভোগ করুন।

একসঙ্গে নগ্ন থাকতে পারেন 

যৌন জীবনে সবেচেয়ে গুরুত্বপূর্ণ উত্তেজনা। তাই সেক্স লাইফে উত্তেজনা বৃদ্ধি করতে একসঙ্গে নগ্ন থাকুন। ঘুমোতে  যান একসঙ্গে নগ্ন হয়ে। নগ্ন হয়ে স্নানও করতে পারেন। একসঙ্গে পোশাক পরার মত অভিজ্ঞতাগুলিকে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন।

ঘনিষ্ঠতা শোবার ঘরের বাইরে 

চেষ্টা করুন শোবার ঘরের বাইরে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হতে। শোবার ঘরের বাইরে যখন ফোরপ্লে করবেন, সেই সময় আপনারা নিজেদের কতটা সময় দিচ্ছেন, সেদিকে খেয়াল রাখুন।

ভালবাসা বা রোমান্টিসিজ়ম কম হতে দেবেন না 

যৌন জীবনের বাইরেও একটি জীবন রয়েছে। তাই যৌনতা উপভোগ করার আগে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটান। তাঁর হাত স্পর্শ করুন। ছুঁয়ে দেখুন। চোখে চোখ রাখুন বা একসঙ্গে নিরিবিলিতে হেঁটে আসুন। একসঙ্গে সময় কাটানোর সময় চুমু খেতে পারেন। তাতে একে অপরের প্রতি টান আরও বেড়ে যায় বলে মনে করেন অনেকে।