Couple, Representational Image (Photo Credit: Pixabay)

Sex Myths: সেক্স কি প্রতিদিন করবেন? সন্তান পেতে হলে কি যুগলের প্রতিদিন যৌন জীবন যাপন করতে হবে? এমন প্রশ্ন প্রায়শয়ই শোনা যায়। সেক্স সপ্তাহে কতবার করবেন? দিনে কতবার করবেন, তা নিয়ে নানা মুনির নানা মত শোনা যায়। যা অনেক সময় দম্পতিদের মাঝে ভুল ধারনার জন্ম দেয়। তাই সন্তান পেতে হলে যৌন জীবন নিয়ে যে ভুল ধারনাগুলি রয়েছে, তা ভেঙে ফেলা উচিত অবিলম্বে। অনেক দম্পতি রয়েছেন, যাঁরা বিজ্ঞানের পথে না হেঁটে, সেক্স (Sex) নিয়ে নানা ভুল ধারনা পোষণ করেন সন্তান পেতে। সেই ভুল ধারনাগুলি এবার ভাঙার সময় এসেছে।

ভুল ধারনা ১-  যখন সন্তান নিতে চাইবেন, তখন প্রতিদিন সেক্স করা উচিত।  এমনকী দিনে ২বার করে ঘনিষ্ঠ হলেও ক্ষতি নেই। এমন মনে করেন অনেকে। তবে সন্তান নেওয়ার ইচ্ছে হলে, সেক্স বেশি সময় কাটানো গুরুত্বপূর্ণ। কতবার আপনি ঘনিষ্ঠ হলেন, তা কখনও ধরে নেওয়া হয় না মাপকাঠি হিসেবে। বার বার সেক্স করলেই আপনি সুফল পাবেন, এমন ধারনা একেবারে অমূলক বলে মনে করেন চিকিৎসকরা। সেই সঙ্গে আপনি কোন মুডে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ (Couple) হচ্ছেন, শরীর কেমন রয়েছে, তাও নির্ভর করে সন্তান ধরানের প্রক্রিয়ায়।

ভুল ধারনা ২- অনেকে মনে করেন, সেক্সের পর চিৎ হয়ে শুতে হয়। শুক্রানুর সঙ্গে ডিম্বানুর মিলন ঘটাতে অনেকেই ঘনিষ্ঠতার পর চিৎ হয়ে শুয়ে থাকেন। যা একেবারেই ভুল ধারনা। তবে সেক্সের পর ১০, ১৫ মিনিট যদি আপনি চিৎ হয়ে শুয়ে থাকেন, তাহলে শুক্রানু মহিলাদের শরীরের উপরের দিকে উঠতে শুরু করে। যা অত্যন্ত উপযোগী বলে মনে করা হয় অনেক সময়। মিলনের পর বীর্য যাতে বেরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে গিয়ে চিন্তা করবেন  না বেশি। শরীরকে মন্থর করে, চিন্তা ঝেড়ে ফেলে ১০, ১৫ মিনিট শুয়ে থাকুন।

আরও পড়ুন: 12 Tips For Better Sex: সেক্সের ১২ টিপস, দেখুন কীভাবে পাবেন উদ্দাম যৌন জীবন

ভুল ধারনা ৩- মিলনের পর শরীর থেকে বীর্য বেরিয়ে গেলে, কেউ অন্তঃসত্ত্বা হতে পারবেন না। এমন ধারনা বহু মহিলার রয়েছে। তবে এই ধারনা একেবারেই ভুল। মিলনের পর শরীর থেকে কিছুটা বীর্য বেরিয়ে যাবে, তা স্বাভাবিক। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই। তাই যদি সেক্সের পর মহিলাদের ভ্যাজাইনা থেকে কিছুটা বীর্য বেরিয়ে যায়, তা নিয়ে ভাবনার অবকাশ নেই। এটি একেবারে স্বাভাবিক উপায় বলে মনে করা হয়।

ভুল ধারনা ৪- সেক্সের পর মূত্র ত্য়াগ করবেন না মহিলারা। যখন আপনি সন্তান ধারন করতে চাইছেন, তখন মিলনের পর মূত্র ত্যাগকে বিদায় জানাতে হবে। মিলনের পর মূত্র ত্যাগ করলেও সন্তান ধারন করা যায়, এই ধারনা থেকে সরে আসুন। তাই মূত্র ত্য়াগ একেবারে অবাঞ্ছিত সেক্সের পর। অমনই মনে করে বিশেষজ্ঞরা।

ভুল ধারনা ৫- অনেকে মনে করেন, বেশ কিছু সেক্স পজিশন রয়েছে, যা সন্তান ধারনের ক্ষেত্রে উপযুক্ত। তবে এমন কোনও নিয়মন নেই।  যে কোনও ধরনের সেক্স পজিশনই সন্তান ধারনে সাহায্য করে। সবচেয়ে উপযোগী হল সময়।

ভুল ধারনা ৬- কোন সময় সেক্স করবেন, তার উপর সন্তান ধারন নির্ভর করে। এমন ধারনা যাঁদের রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসুন। নির্দিষ্ট সময়ে সেক্স করলে, আপনি যেমন সন্তান ধারন করতে পারেন। তেমনি যে কোনও সময় ঘনিষ্ঠ হলেই আপনি সুফল পেতে পারেন। এর জন্য পৃথক কোনও পাটিগণিত নেই বলেই বিশেষজ্ঞরা মনে করেন।