শ্রাবণ মাসে কোন রাশির জাতকরা সুফল পাবেন, তা নির্ভর করে সেই সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান (বিশেষত চন্দ্র ও বৃহস্পতি) ও শ্রাবণ মাসে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনাগুলোর ওপর। ২০২৫ সালের শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে কিছু গ্রহের গতি বেশ প্রভাব ফেলবে।২০২৫ সালের শ্রাবণ মাসে সম্ভাব্যভাবে সুফল পাওয়া রাশিগুলোর পূর্বাভাস দেওয়া হলো

সাধারণ রাশিচক্র অনুসারে কোন কোন রাশি শ্রাবণ মাসে পাবে  সুফলঃ

বৃষ (Taurus)- এই মাসে বৃষ রাশির জাতক- জাতিকাদের আর্থিক স্থিতি ভালো হবে। যেকোনো নতুন কাজ শুরু করার জন্য শুভ সময় এই শ্রাবণ মাস। পরিবারে পারিবারিক শান্তি থাকবে। রোমান্সের দিকেও থাকবে ইতিবাচক পরিবর্তন।

কর্কট (Cancer)- এই মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধান হতে পারে। বেকার যুবক-যুবতীদের চাকরি ও শিক্ষা সংক্রান্ত শুভ খবর আসতে পারে। শ্রাবণ মাসে গুরু ও দেবতা পূজায় মনোযোগ বাড়লে সুফল পাবেন।

বৃশ্চিক (Scorpio)- বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। এই মাসে আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বৃদ্ধি পাবে। তবে মানসিক শান্তি পেতে শিবপূজা ফলপ্রসূ হবে। দম্পতিদের দাম্পত্য জীবনে মধুরতা আসবে।

মকর (Capricorn)- মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে এই শ্রাবণ মাসে। এছাড়া শারীরিক সুস্থতা বাড়বে। অনেক দিনের আটকে থাকা জমি-বাড়ি সংক্রান্ত কাজে শুভ ফল মিলবে। বর্ষার মরশুমে ভ্রমণের সুযোগ আসতে পারে।

শ্রাবণ মাসে যে রাশিদের একটু সাবধানে চলা উচিত তাঁরা হল মিথুন,কন্যা ও  ধনু। এই মাসে কিছু দিক থেকে শুভ হলেও মানসিক চাপে থাকতে পারেন সেই তারক জাতিকারা।অপ্রত্যাশিত ব্যয় হতে পারে।তারা শিবপূজা ও ব্রত পালনে ভালো ফল পেতে পারেন।

যে সব জাতক-জাতিকার রাশিতে চিন্তার কারণ আছে। তাঁরা শ্রাবণ মাসে "ওঁ নমঃ শিবায়" জপ করলে রাশির সমস্ত বাধা দূর হতে পারে। তাঁরা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। বিশেষত সোমবার করে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়।