Sawan Amavasya (Photo Credit: Latestly)

Sawan Amavasya 2025: বৃহস্পতিবার অর্থাৎ ২৪ জুলাই শ্রাবণ অমাবস্যা। একে শ্রাবণ মাস তার সঙ্গে সংযুক্ত অমাবস্যা (Sawan Amavasya)। অর্থাৎ এই দিনের মাহাত্ম্য একেবারে আলাদা। শ্রাবণ অমাবস্যা হল শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। যা সাধারণত জুলাই কিংবা আগস্ট মাসে পড়ে। এ বছর ২৪ জুলাই পড়েছে শ্রাবণ অমাবস্যা। ২৪ জুলাই ভোর রাত ২.২৮ মিনিট থেকে শ্রাবণ অমাবস্যা শুরু হবে। এই অমাবস্যার তিথি থাকবে ২৫ জুালই রাত ১২.৪০ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: Shravan Somwar Rituals: শ্রাবণ মাসের সোমবার তো পালছেন, কিন্তু কীভাবে পুজো করলে মনস্কামনা পূরণ হয় জানেন?

শ্রাবণ অমাবস্যার তাৎপর্য কী 

শ্রাবণ অমাবস্যায় পিতৃ পুরুষকে তুষ্ট করা হয়। এই দিন পিতৃ পুরুষকে শ্রদ্ধা জানানো হয়। ফলে শ্রাবণ অমাবস্যায় পিতৃ তর্পণ যেমন করা হয়, তেমনি নির্দিষ্ট পুজোর বিধিও রয়েছে। শ্রাবণ অমাবস্যায় গঙ্গা স্নান করে পিতৃ তর্পণ সম্পন্ন করা হয়। অনেকে পিতৃ পুরুষের পিণ্ডদানও করেন এই দিন। প্রসঙ্গত শ্রাবণ অমাবস্যাকে অনেকে হরিয়ালি অমাবস্যাও (Hariyali Amavasya) বলে থাকেন।

কী কী করবেন না এই শ্রাবণ অমাবস্যায়?

শ্রাবণ অমাবস্যায় কোনও শুভ কাজ করা হয় ন। এই দিনি কোনও ধরনের শুভ কাজ নিষিদ্ধ বলে মনে করা হয়। সেই সঙ্গে কোনও অন্ধকার জায়গায় শ্রাবণ অমাবস্যায় যেতে নেই। এমনকী দীর্ঘদিন ধরে বন্ধ কোনও ঘরেও শ্রাবণ অমাবস্যায় যাওয়া নিষেধ বলে ধরা হয়। কারও ব্যবহার করা জামা, জুতো বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনবেন না এই অমাবস্যায়। তর্ক, বিতর্কে না জড়ানোর কথা বলা রয়েছে। সেই সঙ্গে শ্রাবণ অমাবস্যায় চুল, দাড়ি, নখ কাটা উচিত নয় বলে মনে করা হয়।