গত ১৮ জুলাই শুরু হয়েছে শ্রাবণ মাস(Shravan Somwar)। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২১ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মানেই মহাদেবের মাস। কথিত আছে এই মাসে মহাদেব স্বয়ং মর্ত্যে নেমে আসেন। তাই এই মাসজুড়ে শিবের আরাধনা করেন ভক্তরা। জানেন কি শ্রাবণে কীভাবে পুজো করলে মনোবাসনা পূরণ হয়?
- শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে ২১টি দুর্বা অর্পণ করা উচিত। এই নিয়ম পালন করলে মনস্কামনা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
- সোমবারগুলিতে মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করতে হবে।
- শ্রাবণ মাসের সোমবারগুলিতে সূর্যাস্তের পর উপোস ভঙ্গ করুন।
- শিবপুজো করার সময় অবশ্যই আকন্দ, ধুতরো, অপরাজিতা ফুল ব্যবহার করুন। ফুলের সঙ্গেই বেলপাতা ব্যবহার করতে হবে।
- শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন।
- শ্রাবণের সোমবারগুলিতে উপবাস রাখাই শ্রেয়। তবে একেবারেই উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেয়েও পুজো করতে পারেন।
- সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয় বলে কথিত আছে। তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে মহাদেবকে সাদা পদ্ম দিন। আর শনিবার কালো তিল দিতে পারেন।
- শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে গঙ্গাজলে লাল চন্দন বেটে দিলে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা গিয়েছে।
শ্রাবণ মাসের সোমবার তো পালছেন, কিন্তু কীভাবে পুজো করলে মনস্কামনা পূরণ হয় জানেন?
🚨 🚨 #BreakingNews Sawan Somwar 2025: First Monday of Sawan today; know vrat katha, timings, shubh muhurat, importance, rituals and more https://t.co/hYEC0ZKmqr
Sawan Somwar 2025: Sawan or Shravan maas is a significant Hindu festival where devotees fast on Mondays to worship…
— Instant News ™ (@InstaBharat) July 14, 2025