Green Bangles (Photo Credit: FB)

Sawan 2025: শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাস ভক্তির। নিষ্ঠার এই মাস। শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন। ভক্তি ভরে এই মাসে নির্দিষ্ট নিয়ম পালন করে মহাদেবকে তুষ্ট করলে, ইচ্ছে পূরণ হয়। এমনই কথিত রয়েছে হিন্দু ধর্মে। শ্রাবণ মাসের বহু নিয়মের মাঝে রয়েছে সবুজ চুড়ি (Green Bangles) পরার রীতি।

মনে করা হয়, শ্রাবণের (Sawan 2025) পবিত্র মাসে মহিলারা যদি সবুজ রঙের কাঁচের চুড়ি পরেন, তাহলে তা সৌভাগ্য বহন করে আনে। অর্থ, সম্পদ যেমন বৃদ্ধ করে, তেমনি বিবাহিত জীবনে এই সবুজ রঙের চুড়ি নিয়ে আসতে পারে সুখ এবং সমৃদ্ধি। তাই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের কাঁচের চুড়ি পরা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

বলা হয়, শ্রাবণে সবুজ কাঁচের চুড়ি স্বামীর মঙ্গল করে। তেমনি বিবাহিত মহিলাদের পরিবার রক্ষার ক্ষেত্রেও এই সবুজ রঙের কাঁচের চুড়ি যেন সব বিপদ থেকে ঢাল হয়ে দাঁড়ায়। সুস্বাস্থ্যের প্রতীক হিসেবেও এই সবুজ রঙের কাঁচের চুড়িকে ধরা হয়। দেবাদিদেব (Lord Shiva) এবং পার্বতীর আশীর্বাদ এই সবুজ কাঁচের চুড়ি বহন করে বলে মনে করেন অনেকে।

বিবাহিতদের পাশাপাশি অবিবাহিতদের ক্ষেত্রেও সবুজ কাঁচের চুড়ি পরার রীতি রয়েছে।

আরও পড়ুন: Sawan Somwar 2025: এই বছর শ্রাবণ মাসে সোমবারের সঠিক তালিকা জানুন, শিবের আশীর্বাদ পেতে কীভাবে পুজো করবেন, রইল নিয়ম

তাই শ্রাবণ মাসে দেবাদিদেবের পুজোর সময় হাতে পরুন সবুজ রঙের কাঁচের চুড়ি। সেই সঙ্গে পুজোর দেওয়ার আগে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি পরুন। এটিও সৌভাগ্য বহন করে আনে বলে মনে করা হয়।