![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_2-380x214.jpg)
সনাতন ঐতিহ্যে, ভগবান জগন্নাথের রথযাত্রা, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বের হয়, এই উৎসবের সমগ্র হিন্দু ধর্মে গুরুত্ব রয়েছে। রাত পেরোলেই মঙ্গলবার সেই রথযাত্রা উৎসব (Rath Yatra 2023)। এটি হিন্দুদের কাছে একটি পূণ্য তিথিও। এই পূণ্য তিথিতে শ্রীজগন্নাথ ধাম পুরী ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি ভারতের বাইরেও পালিত হয়। প্রভু জগন্নাথ ভাই-বোন বলরাম, সুভদ্রার সঙ্গে রথে যাত্রা করেন মাসিরবাড়ি। সেখানে সপ্তাহখানেক কাটিয়ে উল্টোরথে আবার নিজের বাড়ি ফেরেন।
লেটেস্টলি বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে রথযাত্রার শুভেচ্ছাপত্র। তাই বাড়িতে বসেই কাছে দূরের আপনার পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে রথ উৎসব কাটান এবং এই সুন্দর শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন আপনার প্রিয়জনদের সঙ্গে।
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_1.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_3.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_4.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_5.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Happy-Rath-Yatra_Image-Quote-Two_6.jpg)