Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
3 minutes ago

Ramadan 2024 Moon Sighting Live: দেখা মিলল চাঁদের, কাল থেকে রমজান মাসের রোজা শুরু

উৎসব-ধর্ম partha.chandra | Mar 11, 2024 07:56 PM IST
A+
A-
11 Mar, 19:56 (IST)

কাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের রোজা। আজ, সোমবার সন্ধ্যায় বিশেষ চাঁদের দেখা মিলল। ভারতের মত বাংলাদেশ, পাকিস্তান সহ পূর্ব এশিয়ার দেশগুলিতে রমজানের চাঁদ দেখা গিয়েছে। ১২ তারিখ অর্থাৎ আগামিকাল, মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ অর্থাৎ ১১ মার্চ থেকেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পশ্চিমের দেশে রবিবার চাঁদ দেখা যায়, সেইমতো রবিবার রাতে তারাবির নমাজ পাঠ করা হয়। 

11 Mar, 19:02 (IST)

লখনৌয়ে দেখা মিলল চাঁদের।

11 Mar, 18:14 (IST)

ভারতের বিভিন্ন অংশের মত বাংলাদেশেও পবিত্র চাঁদ দেখার প্রস্তুতি চলছে। রোজায় বাংলাদেশে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে আদালতে মামলা চলছে।

11 Mar, 18:11 (IST)

 এখনও পর্যন্ত দেখা পাওয়া যায়নি চাঁদের। যদি আজ, সোমবার দেখা যায় বিশেষ পবিত্র চাঁদের, তাহলে পবিত্র রমজান মাসের রোজা রাখা শুরু হবে কাল, মঙ্গলবার থেকে। 

রমজানের চাঁদ দেখার কাজ শুরু হয়ে গেল। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, লখনৌ-য়ের সঙ্গে কলকাতায় রমজানের বিশেষ চাঁদ দেখার পালা। ভারতে যদি আজ, সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে কাল থেকেই পবিত্র রমজান মাসের রোজা রাখা শুরু হবে। তবে যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার থেকে পবিত্র রমজান মাসের শুরু হবে।

সৌদি আরব, সংযুক্ত আরবআমিরশাহি, ওমানে চাঁদ দেখা যাওয়ায়, সেখান আজ, সোমবার থেকে রমজান মাস শুরু হয়ে গিয়েছে।

দেখে নিন রমজানের চাঁদ দেখা নিয়ে লাইভ আপডেট

পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মুসলমানরা রাখেন রোজা। ইসলাম ধর্ম অনুযায়ী রমজান মাসে প্রতিদিন ১৫ ঘণ্টা নির্জলা রোজা রাখার কথা বলা হয়েছে। বেশির ভাগ মুসলমান উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেয়ে তাদের রোজা ভঙ্গ করে। এই সময় অনেকেই শারীরিক পরিশ্রমের প্রয়োজন এমন ক্রিয়াকলাপগুলি এড়িয়ে চলে। তাই সুস্থ থাকার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য রমজানে পুষ্টির দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে রোজা পালনকারী ব্যক্তি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কতটা সক্ষম সেদিকেও নজর দেওয়া উচিত।


Show Full Article Share Now