Credits: PxHere

আজ সারা দেশ মেতে উঠেছিল রঙের উৎসব হোলি খেলায়। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রঙের উৎসব হোলি বা দোল উৎসব। হোলি উৎসব উপলক্ষে গোটা দেশ ও দেশবাসী রেঙে ওঠে বিভিন্ন রঙে। তবে রঙে মেশানো ক্ষতিকর রাসায়নিক অনেক সময় ক্ষতি করে চুলের। এমন পরিস্থিতিতে জেনে নিন চুলের যত্ন নেওয়ার সহজ উপায়।

হোলির পর যতটা ক্ষতি ত্বকের হয়, তার থেকে বেশি ক্ষতি হয় চুলের, তাই হোলি খেলার পর চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে হোলি খেলার পর প্রথমে জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে। যতক্ষন চুল থেকে রঙিন জল বেরোবে ততক্ষণ ভালো করে চুল ধুয়ে যেতে হবে। বেশিরভাগ রঙ উঠে গেলে শ্যাম্পু দিয়ে কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।

হোলি খেলার পর চুলের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগানো যেতে পারে। এই হেয়ার প্যাক তৈরি করার জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েলে চার টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে মিশ্রণটি চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর হালকা শ্যাম্পু লাগিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চুল ধুয়ে নিতে হবে।