‘আজি নব রবিকিরণে’ সূচনা হয়েছে বাংলা নববর্ষের। রবিবারের(১৪ এপ্রিল ) সকাল কলকাতার বিভিন্ন অঞ্চলে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রচুর মানুষ মিছিলে পা মেলান। কেউ বাদ্যের তালে নৃ্ত্য পরিবেশন করেন। কেউ আবার বৈশাখী সাজে মিছিলেন অনুভূতি চেটেপুটে নিতে থাকেন। ঐতিহ্য মেনে অনেকের হাতে বাহারি মুখোশ দেখা যায়। যা পুরো শোভাযাত্রাকে রঙিন করে তোলে।
‘এসো হে বৈশাখ…’ ডাক দিয়ে বাংলা নববর্ষকে (বাংলা নববর্ষ ১৪৩১) স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ- ভারত সহ গোটা বিশ্বের বাঙালিরা। পয়লা বৈশাখ আপামর বাঙালির কাছে এক আবেগের দিন, এক ঐতিহ্যবাহী দিন, এক আত্মমর্যাদার দিন।বাংলা নববর্ষে দূরীভূত হোক সকল কলুষতা, জরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব বৈশাখ প্রাণময় হয়ে উঠুক। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায়, মিলেমিশে, স্বপ্নে, সাধনায় কাটুক নতুন বছর।