Shiv Puja (Photo Credit: wikimedia commons)

Nil Sasthi: মহাদেব এবং পার্বতীর বিয়ের দিনটিকে যেমন শিবরাত্রি হিসেবে পালন করা হয় গোটা দেশ জুড়ে ধুমধাম করে, তেমনি রয়েছে দেবাদিদেব এবং নীলাবতীর বিয়ের দিনে নীলষষ্ঠী উদযাপন করা হয়। প্রত্যেক বছর এপ্রিল মাসে এই  ষষ্ঠী পালন করেন বাঙালি মায়েরা। সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন প্রত্যেক বাঙালি বাড়ির মায়েরা।

পয়লা বৈশাখের (Poila Boisakh) আগে অর্থাৎ চড়ক পুজোর ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠীর (Nil Sasthi 2025) ব্রত। ওইদিন শিবের মাথায় জল ঢেলে, দেবাদিদেবকে বেল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা পরিয়ে পুজো করেন মায়েরা। মহাদেবের পুজোয় ওইদিন খেজুরের ছড়াও কাজে লাগে। দেবাদিদেবের পুজোর পর মায়েরা ডাবের জল এবং চরণামৃত খেয়ে উপোস ভাঙেন। তবে উপোস ভাঙলেও তাঁরা ওইদিন শষ্যদানা মুখে তোলেন না। ফল, সাবু দিয়ে খাওয়াদাওয়া পর্ব সারেন।

প্রসঙ্গত নীল ষষ্ঠীর পুজোয় শিবলিঙ্গে জল ঢেলে তারপর মোমবাতি জ্বালিয়ে দেন মায়েরা। তারপরই সম্পন্ন হয় তাঁদে নীল ষষ্ঠীর ব্রত।

তবে একবারে নয়, অনেকে নীল ষষ্ঠীর প্রত্যেক প্রহরে শিবের মাথায় জল ঢেলে ভক্তিভরে তাঁর পুজো করেন।

আরও পড়ুন: Nil Sasthi 2025 Date: নীল ষষ্ঠী ২০২৫ এ কবে হবে। জানুন নিয়ম ও শুভ সময়

নীল ষষ্ঠীর পুজোর আগের দিন থেকে বাঙালির ঘরে ঘরে  প্রস্তুতি পর্ব শুরু হয়। নীলের আগের দিন মায়েরা নিরামিষ খাবার খান। আমিষ স্পর্শও করেন না। অনেকে আবার শুধুমাত্র গোবিন্দ ভোগ বা আতপ চালের ভাত নিরামিষ পাত্রে সেদ্ধ করে খান এবং পালন করেন সঞ্জম। অর্থাৎ আগের দিন সেদ্ধ ভাত খেয়ে বহু মা পরদিন সারাদিন উপোষের পর শিবের মাথায় জল ঢেলে নীল ষষ্ঠীর ব্রত করেন।