Merry Christmas 2023 Wishes In Bengali: বড়দিনের সকালে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে থাকুক তোমার শুভেচ্ছা পত্র, শেয়ার কর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে

আজ( ২৫ ডিসেম্বর) থেকেই খ্রিস্টধর্মের ১২ দিন ব্যাপী ক্রিসমাসটাইড অনুষ্ঠানের শুভারম্ভ। আজ  যিশুর জন্মদিন কি না, এ নিয়ে বিতর্ক থাকলেও, বার্ষিক খ্রিস্টীয় উৎসবের এই দিনটি খ্রিস্টান-অখ্রিস্টান নির্বিশেষে সবার প্রিয় উৎসবের দিন। এই দিনটি  উপহার দেওয়া-নেওয়া, ক্রিসমাস ক্যারলের ঝঙ্কার, গির্জায় গির্জায় বিশেষ উপাসনা, গ্রিটিংস কার্ড বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, যিশুর জন্মদৃশ্য, আলোকসজ্জা, রকমারি ভোজের আয়োজন—সব মিলিয়ে বড়দিন সত্যিই বড় দিন।

বড়দিন সকলের তাই বড়দিনের সকালে কাছের বা দূরের সব বন্ধুদের শুভেচ্ছা জানাতে রইল লেটেস্টলি বাংলার (LatestLY Bangla) শুভেচ্ছা পত্র শেয়ার করে দিনটিকে আরও স্পেশাল বানিয়ে ফেলুন-