Medicinal Plants : বাড়িতেই ঔষধি গাছ চাষ করুন, জেনে নিন গাছগুলির ব্যবহার
Photo credit Wikimedia Commons

কলকাতা : বাড়িতে গাছ লাগানোর শখ অনেকেরই রয়েছে।তবে বেশিরভাগ বাড়িতে নানারকম ফুলের গাছই বেশি লক্ষ্য করা যাই। এবার বাহারি গাছের পাশপাশি হাতের কাছে কিছু ঔষধি গাছ (Medicinal Plants) লাগিয়ে ফেলুন। যা সময়ে অসময়ে কাজে লাগবে। গাছগুলির নাম এবং সেগুলি কোন কোন রোগ সারাতে সারাতে সাহায্য করবে তা জেনে নিন।

ল্যাভেন্ডার: দাঁতের সমস্যায় ভুগছেন এমন লোকদের জন্য খুব কার্যকরী এই গাছটি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ল্যাভেন্ডার মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

পুদিনা: পুদিনা বিভিন্ন খাবার ও পানীয়ের সঙ্গে ব্যবহার হয়ে থাকে। নানারকম কাটা-ছেঁড়াতে পুদিনা খুব কার্যকারী।

থানকুনি: এটি বহু প্রচলিত একটি ঔষধি উদ্ভিদ। পেটের সমস্যার জন্য থানকুনি পাতার জুড়ি মেলা ভার। এই পাতা বেটে রস বা ভর্তা করে খাওয়া যায়। এটি হজম শক্তি বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে, চুল পড়া কমায়, ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

জবা: পেট খারাপের জন্য জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। এছাড়া জন্ডিসের জন্য পাতার জুস খাওয়া হয়। ফুলের রস নারীরা মাসিক ও স্রাবজনিত সমস্যার জন্য খেয়ে থাকেন।