Rain Ahead Of Durga Puja (Photo Credit: X/ANI/Screengrab)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: দুর্গা পুজোর (Durga Puja 2025) আগে বানভাসী শহর কলকাতা (Kolkata Heavy Rainfall)। এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন শহরের বেশিরভাগ অংশ। বিশেষ করে মধ্য এবং দক্ষিণ কলকাতা। দুর্গা পুজোর আগে যেভাবে শহর কলকাতা ভাসতে শুরু করেছে, তার ফলে উদ্যোক্তাদের যেমন মাথায় হাত পড়েছে, তেমনি সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। দুর্গা পুজোর আগে যেমন মেঘভাঙা বৃষ্টির মত পরিস্থিতি তৈরি হয় তেমনি আরও কয়েকদিন এমন মুষধারে বর্ষণ হতে পারে বলে আশঙ্কা। ফলে দুর্গা পুজোতেও রয়েছে বৃষ্টির (Heavy Rain) আগাম পূর্বাভাষ।

দুর্গা পুজোয় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি কাজ আপনাকে করতে হবে। বৃষ্টির দাপটে শান্তিতে আপনি প্যান্ডাল হপিং করতে পারবেন না ঠিকই, তবে ঘুরতে পারবেন টুকটাক। তাই এবারের দুর্গা পুজোয় যদি বৃষ্টি হয়,তাহলে কী করবেন, তেমনই কিছু রাস্তা আগে থেকে দেখে নিন।

দেখুন শহর কলকাতার কী পরিস্থিতি...

 

দুর্গা পুজোয় বর্ষাসুরের হাত থেকে বাঁচতে কী কী করবেন 

শক্ত ছাতা সঙ্গে নিয়ে বেরোন। যখন তখন বৃষ্টির হাত থেকে রক্ষা করতে এই ছাতাই আপনার বল, ভরসা। তাই ছোট কিন্তু শক্তপোক্ত ছাতা ব্যাগে ভরে নিয়ে চলে যান প্যান্ডাল হপিং করতে।

ওয়াটার প্রুফ বা জল নিরোধক জুতো পরুন। যে জুতো জলে ভিজে গলেও কোনও সমস্যায় আপনাকে ফেলবে না, তেমন জুতো পরুন।

ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করুন। সাজগোজ যেমনই হোক না কেন, সঙ্গে রাখুন ওয়াটার প্রুফ ব্যাগ। খোঁজ করে একটু স্টাইলিস্ট ওয়াটার প্রুফ ব্যাগ খুঁজে বের করুন। আর সেই স্লিং ব্যাগ নিয়েই এবার হোক আপনার প্যান্ডাল হপিং।

ঠাকুর দেখতে বেরিয়ে বেশ কিছু স্কার্ফ বা শুকনো জামা ব্যাগে রাখুন। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে, যে কোনও নিরাপদ জায়গায় গিয়ে যদি পারেন, পোশাক পালটে ফেলুন। তাহলে ঠাণ্ডা লাগা থেকে রক্ষা পাবেন।

ব্যাগের ভিচরে রাথুন পাওয়ার ব্যাঙ্ক। সেই সঙ্গে বেশ কয়েকটি শুকনো পাউচও রাখুন। সুবিধা, অসুবিধায় এগুলি কাজে লাগবে।

দুর্গা পুজোর আগে যেভাবে বানভাসী শহর কলকাতা, তাতে পুজো প্যান্ডালগুলির অবস্থা খারাপ হয়ে পড়েছে। আরও যদি বৃষ্টি হয়, তাহলে কীভাবে পুজোর দিনগুলি উদযাপন করবে বাঙালি, তা নিয়ে ধ্বন্দ বাড়তে শুরু করেছে।