Blue Tea

কলকাতা: আমাদের বেশিরভাগেরই দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। অনেকেই আছেন যাদের সকালে এক কাপ চা না খেলে ঘুম-ঘুমভাব কাটে না। বাজারে অনেক ধরনের ভেষজ চা পাওয়া যায়, যেমন গ্রিন টি, ক্যামোমাইল চা, হিবিস্কাস চা ইত্যাদি। মানুষ এখন ব্লু টি অর্থাৎ বাটারফ্লাই পি ফ্লাওয়ার টি পছন্দ করছেন। অপরাজিতা ফুল দিয়ে এই চা তৈরি করা হয়। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী। অপরাজিতা ফুল ডায়াবেটিস নিরাময় করে। নীল চা খেলে (Drinking Blue Tea) যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তেমনি ওজনও নিয়ন্ত্রণে থাকে। নীল চায়ের উপকারিতা জেনে নেওয়া যাক।

ডিটক্স করে

নীল চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরে থাকা বিষাক্ত পদার্থ দূর করে। এটি অনাক্রম্যতা শক্তিশালী করে, যাতে আপনি অনেক রোগ এড়াতে পারেন।

ওজন কমাতে সাহায্য করে

নীল চা পান ওজন কমাতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ নীল চা পান করেন, তাহলে কয়েক দিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।

আরও পড়ুন :  Women After 30s: ৩০ পেরলেই নারী শরীরে কী কী পরিবর্তন হয় দেখুন

অনিয়মিত মাসিকের সমস্যা দূর হবে

যেসব নারীদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা আছে, ব্লু টু পান করলে তাঁদের এই সমস্যার সমাধান হতে পারে। এটি প্রতিদিন খেলে কিছুদিনের মধ্যেই মাসিক নিয়মিত হতে শুরু করবে।

দৃষ্টিশক্তি

নীল চা পান করলে দৃষ্টিশক্তি ভালো হয়। এটি পান করলে চোখের জ্বালাপোড়া ও ফোলা সমস্যা দূর হয়।

বলিরেখা কম হবে

প্রতিদিন নীল চা পান করলে বার্ধক্য কমে যায়। বার্ধক্যজনিত বলিরেখা এবং সূক্ষ্ম রেখা থেকে মুক্তি পাবেন।

উদ্বেগ এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে

নীল চা পান করা হতাশা বা উদ্বেগে ভুগছেন এমন ব্যক্তিকে শান্ত রাখতে সাহায্য করে। এই চায়ে থাকা অ্যামিনো অ্যাসিড মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে

প্রতিদিন এক কাপ নীল চা পান করলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।