Karakoram Highway. (Photo Credits: X)

Karakoram Highway: পাকিস্তান (Pakistan) ও চিনের (China) মধ্যে সড়কে পথে যোগাযোগের বড় উপায় হল কারাকোরাম হাইওয়ে। এই জাতীয় সড়কটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের পাথরের পাহাড় ও তুষারের তলদেশ দিয়ে চীনের শিনজিয়াং প্রদেশের সঙ্গে সংযুক্ত। কারাকোরাম সড়কটি মোট ১,৩০০ কিলোমিটার দীর্ঘ এবং এটি প্রকৃতি, ইতিহাস, এবং মানুষের চেষ্টার এক অসাধারণ উদাহরণ। বিশ্বের উচ্চতম রাস্তাগুলির একটি হল করাকোরাম জাতীয় সড়ক বা হাইওয়ে।

বরফে ঢাকা পর্বত, গভীর উপত্যকা আর মনমুগ্ধ করা জলপ্রপাতের দৃশ্য

এই হাইওয়েটির সর্বোচ্চ অবস্থায় ৪,৭১৪ মিটার উচ্চতায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, শিল্পকর্ম এবং দুঃসাহসিক অভিযানের এক চমৎকার সংমিশ্রণ হল কারাকোরাম জাতীয় সড়ক। অনেকেই এই কারাকোরাম হাইওয়েকে অনেকেই বিশ্বের 'অষ্টম আশ্চর্য' বলে ডেকে থাকেন। রাস্তার দু’পাশে বিস্তৃত বরফে ঢাকা পর্বত, গভীর উপত্যকা আর মনমুগ্ধ করা জলপ্রপাতের দৃশ্য সফরকারীদের অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয়।

দেখুন কারাকোরাম হাইওয়ের ভিডিও

দেখুন ভিডিও

কবে শুরু হয়-ইতিহাস

১৯৭৯ সাল থেকে পাকিস্তান ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কারাকোরাম হাইওয়েটি কাজ করছে। এই রাস্তা তৈরির কাজটা ছিল খুব কঠিন, অনেকেই বলেছেন এখানে এই রাস্তা তৈরি সম্ভব নয়। কারণে এখানে পৃথিবীর সবচেয়ে কঠিন ভূপ্রকৃতি, মৃত্তিকা ছিলে। রাস্তাটি নির্মাণের সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু শ্রমিকের জীবনের ঝুঁকি তৈরি হয়। বেশ কয়েকজন চিনের শ্রমিক মারাও যান। কিন্তু তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ আমরা এই মহৎ সড়কটির সাক্ষী। যদিও করাকোরাম হাইওয়ে ইতিহাসের অন্যতম কঠিন রাস্তা, তবে বর্তমানে এটি বেশ নিরাপদ এবং আধুনিক যানবাহন চলাচলের উপযোগী।