Japan Centenarian. (Photo Credits: X)

Centenarian Population: জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা নতুন রেকর্ড ছুঁল। সরকারি তথ্যে প্রকাশ, জাপানে এখন প্রায় এক লক্ষ মানুষের বয়স ১০০ বছর বা তার বেশি। আশ্চর্যের বিষয় হল, শতায়ুদের মধ্যে প্রায় ৯০ শতাংশই মহিলা। দেশটিতে দীর্ঘায়ুর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে স্বাস্থ্যসেবা, সুষম খাদ্যাভ্যাস ও সামাজিক সহায়তা। জাপান বিশ্বে দীর্ঘায়ুর শীর্ষ দেশগুলির মধ্যে একটি। ১৯৬৩ সালে প্রথম রেকর্ড শুরু হলে, জাপানে শতবর্ষীর সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। কয়েক দশকে এই সংখ্যা দ্রুত বাড়তে বাড়তে এবার প্রায় এক লাখে পৌঁছেছে। সরকার স্বাস্থ্যসেবায় বিনিয়োগ ও প্রবীণ সহায়তা কর্মসূচির প্রসার ঘটাচ্ছে। পাশাপাশি জাপানি সংস্কৃতিতে 'ইকিগাই' (জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া) ও 'ওয়া' (সম্প্রীতি) ধারণা মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে।

কী করে এত বছর বাঁচা সম্ভব হচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ জীবনযাপন, মাছভিত্তিক খাদ্য ও নিয়মিত ব্যায়াম বড় ভূমিকা রাখছে। শতবর্ষীদের অধিকাংশ গ্রামীণ এলাকায় বসবাস করেন। জাপানের এই সাফল্য বিশ্বে দীর্ঘায়ু গবেষণার নতুন দিক খুলে দিয়েছে। কিন্তু জাপানের মহিলারা কী করে এত দীর্ঘায়ু হচ্ছেন?

দেখুন খবরটি

জাপানি মহিলাদের শরীরে কিছু বিশেষ জিন পাওয়া গেছে, যা দীর্ঘায়ুর সঙ্গে যুক্ত। জাপানি নারীদের স্থূলতা বা ওবিসিটি হারও বিশ্বের মধ্যে সবচেয়ে কম। এর ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়।