Photo Credit_Latestly media.com

বহু যুগ আগে থেকেই ভালোবাসার গভীরতা  আমরা চুম্বনের মাধ্যমে প্রকাশ করি। আসলে চুম্বনকে বলা হয় 'আলটিমেট এক্সপ্রেশন অফ লাভ'। একটা গভীর চুম্বন মানে ধরা হয় সেই সম্পর্কটি একটা স্থির  ও স্থায়ী সম্পর্কে পরিণত হয়েছে, এবং তাঁরা এই সত্যে উপস্থিত হয়েছে যে, তারা একে অপরের। আর সেই চুম্বন যদি হয় যুগলের জীবনের প্রথম চুম্বন তা হলে তো কথাই নেই। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে তার অমোঘ প্রভাব। প্রথম চুম্বন কি কম ব্যাপার নাকি? স্বয়ং রবীন্দ্রনাথ তা  নিয়ে লিখে ফেলেছিলেন আস্ত একটি কবিতাই।'চৈতালি' কাব্যগ্রন্থের 'প্রথম চুম্বন' কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন-

'নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে/নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায়/নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্‌ ধরায়।/ সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন/ আমাদের দুজনের প্রথম চুম্বন।'

আগামী ৬ জুলাই আন্তর্জাতিক চুম্বন দিবস।লেটেস্টলির তরফ থেকে রইল আপনাদের জন্য বিশ্ব চুম্বন দিবসের শুভেচ্ছা পত্র। শেয়ার করুন আপনার প্রিয় সেই মানুষটিকে এই বিশেষ দিনে।

Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com