Happy Independence Day Wishes in Bengali: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা পায় ভারত। ব্রিটিশ শাসনের বুকে চিড় ধরিয়ে দেয় বিপ্লবীরা। যোগ্য জবাব দিতে মাঠে হাজির হয় নেতাজী সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী। অবশেষে তাদের সেই বলিদানের বদলে আসে কষ্টার্জিত স্বাধীনতা। যা আজও অনুপ্রেরণা জোগায় ১৪০ কোটিরও বেশি মানুষকে। পরাধীনতা ভেঙে স্বাধীন হওয়ার যে লড়াই তারা শিখিয়ে গেছেন তাকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৫ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস ২০২৩।
২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল কাটানোর এই দিনটি নানা ভাবে পালন করি আমরা।পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের মধ্যে দিয়ে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে পালন করা হবে ৭৭তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে লেটেস্টলি বাঙংলার অনুপ্রেরণামূলক বার্তা পাঠান প্রিয়জনদের।