সময় ভাল যাচ্ছে না? টাকা, পয়সা সব আঠকে রয়েছে? কিছুতেই মনের মত কিছু পাচ্ছেন না? সংসারে অশান্তি, কাজের জায়গায় বিতর্ক, বিবাদ যদি আপনাকে ঘিরে থাকে, তাহলে বুঝতে হবে, রাহুর (Rahu) প্রভাব পড়েছে। আপনি রয়েছেন রাহুর নজরে। রাহু যদি রেগে থাকেন, তাহলে জীবন সচল থাকবে বটে, কিন্তু তাতে গতি থাকবে না। তাই রাহুকে তুষ্ট রাখতে হবে সব সময়। রাহু যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার জীবন যেমন গতিময় হবে, তেমনি ছন্দময়ও থাকবে।
এই রাহুকে সন্তুষ্ট রাখবেন কীভাবে দেখুন
বলা হয়, রাহুলকে সন্তুষ্ট রাখতে পারেন আপনি শুধুমাত্র একটি নারকেলের মাধ্যমে। একটি নারকেল বাজার থেকে কিনে আনুন। তারপর সেই নারকেলটিকে দু ভাগ করে ফেলুন। সেই সঙ্গে কড়াইতে আঁটা, চিনি সহযোগে কিছুক্ষণ নাড়িয়ে একটি পুর তৈরি করুন। চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। মোদ্দা কথা, যে পুর আপনি তৈরি করছেন, তা যেন মিষ্টি হয়। এরপর সেই পুর নারকেলের ভিতরে ভরে দিন। এরপর পুর ভরা নারকেল ঘরের কোথাও রাখুন। তবে মনে রাখবেন, যেখানে পুর ভরা নারকেল রাখছেন, সেখানে যেন তা খেতে পিঁপড়ে হাজির হয়। মনে করা হয়, পিঁপড়ে যত আপনার রাখা খাবার খাবে, তত সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবেন আপনি। অর্থাৎ পিঁপড়ের পেটে যত আপানার রাখা খাবার প্রবেশ করবে, তত সন্তুষ্ট হবেন রাহু।
এসবের পাশাপাশি রাহুল বীজ মন্ত্র, রাহু গায়ত্রী মন্ত্র প্রতিদিন পড়ুন।
রাহুকে সন্তুষ্ট রাখতে দান করুন
রাহুকে সন্তুষ্ট করতে হলে দান করুন। তিল, নীল রঙের কাপড়, কম্পল, তিলের তেল, সরষের তেল, বৈদ্যুতিন জিনিসপত্র, নারকেল, মুলো দান করুন। শনিবার করে এই জিনিসগুলি দান করুন। সন্তুষ্ট হবেন রাহু।
লাল রঙের খাবার
রাহুকে সন্তুষ্ট করতে লাল রঙের খাবার দান করুন। বলা হয়, তাতে রাহুর যে নেগেটিভ এনার্জি বা শক্তি থাকে, তা খণ্ডিত হয় বা কেটে যায়।
এসবের পাশাপাশি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। এতে রাহু খুশি হন।
পারলে প্রতিদিন যোগাভ্যাস করুন। যোগের মাধ্যমে রাহুল নেগেটিভ এনার্জি কেটে যায় বলে মনে করা হয়।